পড়ুয়াদের বাড়িতে গিয়ে ক্লাস নেবেন শিক্ষকরা, নয়া ঘোষণা শিক্ষামন্ত্রীর

পড়ুয়াদের বাড়িতে গিয়ে ক্লাস নেবেন শিক্ষকরা, নয়া ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলকাতা: করোনা ও ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ একই সঙ্গে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্কুল৷ দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কবে খুলবে কলেজ? সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ একই সঙ্গে পড়ুয়াদের বাড়িবাড়ি গিয়ে শিক্ষাদানের বিষয়েও বিকল্প ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

এছাড়া উচ্চমাধ্যমিক নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ জানিয়েছেন, ২৯ জুন ২, ৬ জুলাই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা নেওয়া হবে৷ নির্ধারিত সূচি মেনেই উচ্চমাধ্যমিকের পরীক্ষা নেওয়া হবে৷ ঝড়ের কারণে উচ্চমাধ্যমিকের ৪৬২ পরীক্ষাকেন্দ্র বদল করা হতে পারে৷ সংসদ প্রয়োজনে কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র তৈরি করা হতে পারে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ ঘূর্ণিঝড়ের কারণে স্কুলে স্কুলে অন্তত ৭০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

আজ সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করেছি বিদ্যালয় শিক্ষা ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে৷ তার কারণ অনেক স্কুল অনেক জেলায় ভেঙে গিয়েছে৷ অনেক জায়গায় শ্রমিকদের জন্য আইসোলেশন সেন্টার হিসেবে সেগুলিকে ব্যবহার করা হচ্ছে৷ কিন্তু ছাত্র-ছাত্রীদের কথা মনে রেখে আমরা একটা বিকল্প রাস্তা কথা চিন্তা করছি৷ যাতে শিক্ষকরা স্থানীয়ভাবে দলবেঁধে গিয়ে, তাদের শিক্ষা দিতে পারেন, তাদের চনমনে রাখতে পারেন৷ শিক্ষক সংগঠনগুলির থেকেও আমরা তাদের পরামর্শ চেয়েছিলাম৷ সেই সময় পরামর্শ পেয়েছি৷’’

শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বার্তা, ‘‘আমাদের কাছে যে বিষয়টি বড় হয়ে দেখা দিয়েছে, এই সময়কালে ছাত্র-ছাত্রীদের কীভাবে পড়ানো যায়, আমরা এইজন্য ডিআই, এসআইয়ের কাছ থেকে তালিকা তৈরি করছি৷ স্থানীয় শিক্ষকরা আছেন, তাদের নিয়ে ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে যতটুকু শিক্ষাদান করা যায়৷ আমি সেই আবেদন শিক্ষকদের কাছে রাখব৷ কাছাকাছি যে সমস্ত ছাত্র-ছাত্রীরা আছে, তাদের কাছে গিয়ে, স্বাস্থ্যবিধি মেনে যতটুকু পারাযায় শিক্ষাদান করা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *