NEET পরীক্ষা স্থগিতের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

NEET পরীক্ষা স্থগিতের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি:  করোনা আবহে এখনও দেশের বিভিন্ন রাজ্যে লাগু রয়েছে বিধি নিষেধ৷ অধিকাংশ রাজ্যেই বন্ধ রয়েছে স্কুল-কলেজ৷ স্থগিত করা হয়েছে একাধিক পরীক্ষা৷ তবে এবার ফের শিক্ষা ব্যবস্থাকে ছন্দে ফিরিয়ে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ পরিস্থিতি বিচারে NEET ২০২১ পরীক্ষা স্থগিত রাখার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট৷ 

আরও পড়ুন- কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় বাড়ল

সোমবার এই মামলার রায় ঘোষণার সময় শীর্ষ আদালত জানায়, এই বছর ১৬ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষা দেবেন৷ মাত্র কয়েকজনের আবেদনের ভিত্তিতে পরীক্ষা স্থগিত করা সম্ভব নয়৷ উল্লেখ্য, গত ১ আগস্ট থেকে নিট স্নাতকস্তরের পরীক্ষা শুরুর কথা ছিল৷ তবে  বিভিন্ন সমস্যার জেরে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানায়, ১ অগাস্টের বদলে ১২ সেপ্টেম্বর থেকে নিট স্নাতকোত্তর পরীক্ষা শুরু হবে৷ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক এবং রাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার পরেই নতুন করে দিনক্ষণ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

কিন্তু নতুন তারিখ নিয়ে শুরু থেকেই সমস্যা তৈরি হয়৷ পরীক্ষার্থীদের একাংশের দাবি, করোনা আবহে পরীক্ষার দিন আরও পিছিয়ে দেওয়া হোক। আবার আবেদনকারীদের বক্তব্য, নিট-এর মধ্যে মেডিক্যাল প্রবেশিকা রয়েছে৷ কিন্তু একই সময় নিট-এর অন্তর্গত অন্যান্য পরীক্ষার দিও ধার্য হয়েছে৷ একাধিক পরীক্ষা একদিনে পড়ায় সমস্যা হচ্ছে৷ 

এদিকে, দেশে করোনা গ্রাফ নিয়ে ফের চিন্তা বাড়াচ্ছে৷ দৈনিক সংক্রমণ ৪০ হাজারের কোটায় থাকছে৷  গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। তবে কমেছে মৃত্যুর হার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 4 =