নিট পরীক্ষা দিতে পারেননি? শেষ সুযোগের ঘোষণা সুপ্রিম কোর্টের, রেজাল্ট কবে জানেন?

নিট পরীক্ষা দিতে পারেননি? শেষ সুযোগের ঘোষণা সুপ্রিম কোর্টের, রেজাল্ট কবে জানেন?

 

নয়াদিল্লি: খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে মেডিক্যালের প্রবেশিকা নিট পরীক্ষার ফলাফল৷ ন্যাশনাল টেস্ট এজেন্সি (NET) কে ১৬ অক্টোবর নিট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সোমবার দেশের উচ্চ ন্যায়ালয় জানিয়েছে ১৬ অক্টোবর প্রকাশ করতে হবে নিট পরীক্ষার ফলাফল৷ একইসঙ্গে যে সব পরীক্ষার্থীরা কোভিড সঙ্কটের জেরে পরীক্ষা দিতে পারেনি, তাদের জন্যেও নতুন করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১৪ অক্টোবর এই বিশেষ পরীক্ষা নিতে হবে পড়ুয়াদের৷

কনটেইন্টমেন্ট জোনে যেসব পরীক্ষার্থীরা ছিল তারা নিট পরীক্ষায় অংশগ্রহন করতে পারেননি৷ মূলত তাদের জন্যই ১৪ অক্টোবর পরীক্ষার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ ১৫.৯৭ লক্ষ নিট পরীক্ষার্থীর মধ্যে ৮৫ থেকে ৯০ শতাংশ পরীক্ষার্থী বসতে পেরেছিল৷ তবে কোভিড পরিস্থিতির জেরে কনেন্টমেন্ট জোনে থাকা অসংখ্য পরীক্ষর্থীই ১৩ সেপ্টেম্বর পরীক্ষা দিতে সক্ষম হয়নি৷ এদিকে সোমবারই নিট পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল৷ তবে সুপ্রিম কোর্টের নির্দেশে তা পিছিয়ে ১৬ অক্টোবর করা হয়েছে৷

১৩ সেপ্টেম্বর মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা NEET অনুষ্ঠিত হয়৷ বাংলা থেকে পরীক্ষার জন্য ৩৭ হাজার ছাত্রছাত্রী এ বছর আবেদন করেছিলেন। গত বছরের চেয়ে সেই সংখ্যা হাজার দশেক বেশি ৷ তবে করোনা আবহে নানা বিধিনিষেধের মেনে পরীক্ষা দিতে গিয়ে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হয়েছিল পড়ুয়াদের। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (NEET) এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (JEE) পিছিয়ে দেওয়ার দাবিতে সারা দেশ উত্তাল হয়। কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এই পরীক্ষা হওয়ার আপত্তি জানায়৷ শেষমেষ বিরোধীদের আবেদন খারিজ করে পরীক্ষার পক্ষে সম্মতি দেয় দেশের উচ্চ ন্যায়ালয়৷

আগামী ১৬ অক্টোবর অর্থাৎ শুক্রবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (NEET)-এর ফল প্রকাশিত হবে বলে সোমবার নিশ্চিত করল সুপ্রিম কোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *