কোনওভাবেই বাতিল হবে না NEET-এর কাউন্সেলিং, NTA-কে সুপ্রিম কোর্টের নোটিশ

নয়া দিল্লি: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে কেলেঙ্কারির ঘটনায় উত্তাল গোটা দেশ৷ মামলা উঠেছে সুপ্রিম কোর্টে৷ এবার সেই মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে নোটিস দিল…

নয়া দিল্লি: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে কেলেঙ্কারির ঘটনায় উত্তাল গোটা দেশ৷ মামলা উঠেছে সুপ্রিম কোর্টে৷ এবার সেই মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে নোটিস দিল শীর্ষ আদালত। নিট পরীক্ষা কি বাতিল করা হবে? কী ভাবছে এনটিএ, তা জানতে চাওয়া হয়েছে৷ এনটিএ-র জবাবের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। এদিকে, আগামী ৬ জুলাই থেকে শুরু হবে নিট-এর কাউন্সেলিং।

 

নিট পরীক্ষার বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে৷ ৩০ থেকে ৩২ লক্ষ টাকার বিনিময়ে পড়ুয়াদের কাছে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছিল বলে স্বীকার করে নিয়েছেন খোদ অভিযুক্ত। এমনকী, পরীক্ষায় কী উত্তর লিখতে হবে, তাও রীতিমতো মুখস্থ করিয়ে দেওয়া হয়েছিল পড়ুয়াদের।

 

শুক্রবার শীর্ষ আদালতে নতুন করে নিট পরীক্ষা নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। পরীক্ষা বাতিল করার দাবিও উঠেছে। পাশাপাশি আর্জি, অন্তত দু’দিনের জন্য কাউন্সেলিং বন্ধ রাখা হোক। তবে সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ, কাউন্সেলিং বন্ধ রাখা যাবে না। আগামী ৬ জুলাই থেকই শুরু হবে নিট পরীক্ষার কাউন্সেলিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *