শুধুই কেলেঙ্কারি! নিটের পর ইউজিসি-নেট, এখানেও টাকার খেলা?

আরও একটি কেলেঙ্কারির পর্দাফাঁস (Exam scam) মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ নিয়ে যখন দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে তার মধ্যেই আরও একটি কেলেঙ্কারি সামনে চলে এল।…

Exam Scams NEET and UGC NET Exam Scams

আরও একটি কেলেঙ্কারির পর্দাফাঁস (Exam scam)

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ নিয়ে যখন দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে তার মধ্যেই আরও একটি কেলেঙ্কারি সামনে চলে এল। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারি অধ্যাপক নিয়োগের জন্য যে ইউজিসি নেট পরীক্ষা হয় সেখানেও বড় অনিয়ম হয়েছে বলে মনে করা হচ্ছে। গত ১৮ জুন পরীক্ষা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গোটা পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। যা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। তবে কী এখানেও কোটি কোটি টাকার খেলা হয়েছে? আর সেটা অনুমান করেই দ্রুত পুরো পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র? তবে কবে পরীক্ষা নেওয়া হবে সেই দিন এখনও জানানো হয়নি। স্বাভাবিকভাবেই বিরোধীরা এই ইস্যুতে কেন্দ্রকে চেপে ধরছে। সর্বভারতীয় স্তরে একটি পরীক্ষা হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে পুরো পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে, এমন ঘটনা অতীতে কোনও দিন হয়নি।

পরীক্ষায় বেনিয়ম (NEET and UGC NET Exam Scams)

‘নিট’ নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়েছে এই পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। সেখানে কেন গ্রেস মার্কস দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের তা নিয়ে প্রশ্ন ওঠায় কেন্দ্র সেটি বাতিল করেছে। কিন্তু এক সঙ্গে ৬৭ জনের প্রথম হওয়া বা মার্কশিটে পূর্ণমান হিসেবে যে নম্বর দেখা গিয়েছে বহু পরীক্ষার্থীর, তা নিয়ে কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ‘নিট’-এ ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তা প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ পরীক্ষায় বেনিয়ম হয়েছিল তা কার্যত মেনে নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়।

‘নিট’-এ প্রাপ্ত নম্বর নিয়ে প্রশ্ন (NEET controversy)

‘নিট’-এ ৭২০ নম্বরের পরীক্ষা হয়। সেখানে ৬৭ জন পরীক্ষার্থী ৭২০ নম্বর পেয়ে এক সঙ্গে প্রথম হয়েছেন। এমন ঘটনা অতীতে কোনও দিন ঘটেনি। এছাড়া পরীক্ষার্থীদের বড় অংশের প্রাপ্ত নম্বর নিয়ে প্রশ্নচিহ্ন দেখা যায়। ‘নিট’-এর নিয়ম অনুযায়ী প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে ৪ নম্বর পাওয়া যায়। কিন্তু ফলাফলে দেখা গিয়েছে বহু পরীক্ষার্থী ৭১৮ বা ৭১৭ নম্বর পেয়েছেন। যা পরীক্ষার নিয়ম অনুযায়ী কারও পক্ষে পাওয়া সম্ভব নয়। কেউ যদি প্রত্যেকটি প্রশ্নের উত্তর ঠিক লেখেন তাহলে তিনি ৭২০ নম্বর পাবেন।

সুপ্রিম কোর্টে  মামলা (UGC NET issue)

একটি প্রশ্নের উত্তর না লিখলে তিনি ৭১৬ পেতে পারেন। কেউ যদি একটি প্রশ্ন বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেন তিনি পাবেন ৭১৫। কারণ একটি প্রশ্নের উত্তর ভুল দিলে এক নম্বর কাটা যাবে। তাই নিয়ম অনুযায়ী কোনও পরীক্ষার্থীর পক্ষেই ৭১৮ বা ৭১৭ পাওয়া সম্ভব নয়। তখনই এই মেডিক্যাল পরীক্ষা ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠে। এরপরই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সেই সূত্রে বিষয়টি নিয়ে গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট। যে ১৫৬৩ জনকে অতিরিক্ত নম্বর অর্থাৎ গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তা নিয়ে কেন্দ্র গত বৃহস্পতিবার জানায় পরিবর্তিত পরিস্থিতিতে সেই নম্বর বাতিল করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে সময় জনিত কারণে তাঁদের অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। তবে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

ফলাফল পুনর্বিবেচনার জন্য কমিটি গঠন (education corruption)

কেন্দ্র আরও জানিয়েছে, অতিরিক্ত নম্বর পাওয়া পরীক্ষার্থীদের ফলাফল পুনর্বিবেচনার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল তার সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন করে পরীক্ষা নেওয়া হবে ওই ১৫৬৩ জনের। ২৩ জুন তাঁরা পরীক্ষা দিতে পারবেন। তবে যদি কেউ নতুন করে পরীক্ষায় বসতে না চান তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত নম্বর বাদ দিয়ে নতুন করে ফলাফল নির্ধারণ করা হবে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি। ‌

পরীক্ষা কেলেঙ্কারি (exam fraud)

এই পরিস্থিতিতে সামনে চলে এল নেট পরীক্ষা কেলেঙ্কারি। কেন্দ্রে নতুন সরকার গঠনের পর এখনও সংসদে অধিবেশন চালু হয়নি। তার আগেই যেভাবে পরপর দুটি কেলেঙ্কারি সামনে এল তাতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে নরেন্দ্র মোদি সরকার। এই দুটি বিষয় নিয়ে সংসদে যে ঝড় বইবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন-

NEET-এর ব়্যাঙ্কে টাকার খেলা! ফাঁকা খাতায় উত্তর লিখেছিলেন

কোনওভাবেই বাতিল হবে না NEET-এর কাউন্সেলিং

এনসিইআরটি’র পদক্ষেপে তীব্র বিতর্ক

UGC-NET বাতিল! নেপথ্যে কি ‘ডার্ক নেটের’ অন্ধকার দুনিয়া?

বই ছাড়াই চলছে একাদশ-দ্বাদশের ক্লাস! ভরসা PDF

 

Education: Uncover the truth behind the NEET and UGC NET exam scams in India. Get the latest updates on the corruption and irregularities in the country’s education system.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *