NEET পরীক্ষার্থীদের জন্য সুখবর, জারি নয়া বিজ্ঞপ্তি

NEET(UG)-2020 পরীক্ষার্থীদের জন্য সুখবর৷ নতুন বছরে পরীক্ষার্থীদের স্বস্তি দিয়ে নেট পরীক্ষার জন্য আবেদনের সময়মীমা বাড়ানোর ঘোষণা কর্তৃপক্ষের৷ মঙ্গলবার ছিল NEET(UG)-2020 পরীক্ষার আবেদনের শেষ সুযোগ ছিল৷ কিন্তু, দেশজুড়ে বিভিন্ন প্রান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় চাকরিপ্রার্থীদের সমস্যার কথা মাথায় রেখে আবেদন জমা নেওয়ার দিনক্ষণ বাড়ানো হয়েছে৷

43c89ef624c8a25d1560853343eac95d

নয়াদিল্লি: NEET(UG)-2020 পরীক্ষার্থীদের জন্য সুখবর৷ নতুন বছরে পরীক্ষার্থীদের স্বস্তি দিয়ে নেট পরীক্ষার জন্য আবেদনের সময়মীমা বাড়ানোর ঘোষণা কর্তৃপক্ষের৷ মঙ্গলবার ছিল NEET(UG)-2020 পরীক্ষার আবেদনের শেষ সুযোগ ছিল৷ কিন্তু, দেশজুড়ে বিভিন্ন প্রান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় চাকরিপ্রার্থীদের সমস্যার কথা মাথায় রেখে আবেদন জমা নেওয়ার দিনক্ষণ বাড়ানো হয়েছে৷

NEET(UG) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,  NEET(UG)-2020 পরীক্ষা দেওয়ার জন্য চাকরিপ্রার্থীরা আগামী সোমবার পর্যন্ত আবেদন করতে পারবেন৷ ৬ জানুয়ারি রাত ১১টা ৫০ পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে৷ আবেদন করার পর চাকরিপ্রার্থীদের চূড়ান্ত অনুমোদন দেবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ জানানো হয়েছে, আবেদন করার পর ফর্মে যদি কোনও ভুল থাকে, তা সংশোধন করা যাবে আগামী ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে৷ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জনতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-র ওয়েবসাইট দেখুন৷

কীভাবে করবেন আবেদন?

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in খুলুন৷ দ্বিতীয়ত, নিট লিঙ্কের জন্য রেজিস্টারে ক্লিক করুন৷ তৃতীয়ত, একটি লগইন পেজ চলে আসবে৷ সেখানে নতুন ব্যবহারকারী হিসাবে নিবন্ধকরণের জন্য অপশন থাকবে৷ সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করতে হবে৷ চতুর্থত, এর পরে আপনার ব্যক্তিগত, শিক্ষাগত তথ্য ও প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন৷ পঞ্চমত, আপনার স্বাক্ষর ও ফটো আপলোড করতে হবে৷ এরপরে, নেটব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং অন্যান্য অর্থ প্রদানের পরিষেবার মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন ফি প্রদানের জন্য নতুন পেজ খুলে যাবে৷ টাকা মেটানোর পর রেফারেন্স নম্বর ও ফর্মের চূড়ান্ত অনুলিপিও ডাউনলোড করুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *