রাজ্যে ১২ বিএড কলেজ বন্ধের নির্দেশ NCTE-র, লাটে শিক্ষক প্রশিক্ষণ

রাজ্যে ১২ বিএড কলেজ বন্ধের নির্দেশ NCTE-র, লাটে শিক্ষক প্রশিক্ষণ

কলকাতা: একের পর এক দুর্নীতি, অনিয়মের গেরোয় থমকে রয়েছে শিক্ষক নিয়োগষ৷ এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে ঝুলছে অন্তত ৪টি শিক্ষক নিয়োগ মামলা৷ কিন্তু, তার পরও শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন, নতুন শিক্ষক নিয়োগের বিধি বদল করা হবে৷ শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরপরই প্রকাশ্যে শিক্ষকপ্রশিক্ষণের অন্তত ১২টি বিএড কলেজ বন্ধ হওয়ার প্রতিবেদন৷

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশ, শিক্ষকের অভাব ও পরিকাঠামোগত সমস্যার কারণে রাজ্যের অন্তত ১২টি কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিএড কোর্সের অনুমোদন বাতিল করল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই৷ চলতি মাসের তৃতীয় সপ্তাহে এনসিটিই-র পূর্বাঞ্চলীয় কমিটির বিএড কলেজের অনুমোদন প্রত্যাহার করেছে বলে খবর৷

এই মুহূর্তে রাজ্যে ৪০০-র বেশি বিএড কলেজ রয়েছে৷ তার মধ্যে ১১৩টি কলেজকে শোকজ করা হয়েছে৷ ১২টি কলেজে আসন্ন শিক্ষাবর্ষে আর ভর্তির সুযোগ থাকছে না বলে জানানো হয়েছে৷ একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগকে এনসিটিই শোকজ করেছে বলে খবরে প্রকাশ৷ জবাব সন্তোষজনক না হলে এনসিটিই-র ধারা ১৭ (১) অনুযায়ী কলকাতার বিএড পড়ানোর অনুমোদন বাতিল হতে পারে বলেও তৈরি হয়েছে আশঙ্কা৷

ইতিমধ্যেই বেশকটি শিক্ষাপ্রথিষ্ঠানে এনসিটিই শোকজের চিঠি পাঠিয়েছে৷ তাতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানে অনুমোদিত স্থায়ী শিক্ষকের তালিকা থেকে শুরু করে অতিরিক্ত নির্মাণ এলাকাও অতিরিক্ত বরাদ্দ, বাড়তি শিক্ষক ও শিক্ষাকর্মী সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করতে হবে৷ আর এই নির্দেশ পালন না করা হলে অনুমোদন বাতিল হতে পারে৷

শিক্ষক হওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ বা বিএড ডিগ্রি এই মুহূর্তে বাধ্যতামূলক৷ কিন্তু,  রাজ্যের শিক্ষকের অভাব ও পরিকাঠামোগত সমস্যার কারণে রাজ্যের অন্তত ১২টি কলেজের অনুমোদন বাতিল হওয়ায় বিপাকে বহু পড়ুয়া৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 14 =