Aajbikel

প্রথম শুভ্রাংশু, প্রথম দশেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদেরই জয়জয়কার, স্কুলে শুরু উৎসব

 | 
শুভ্রাংশু

কলকাতা:  ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তবে শুধু শুভ্রাংশু নন,  মেধা তালিকার প্রথম দশে শুধুই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার। প্রথম দশে জায়গা করে নিয়েছে ওই স্কুলের ৯ পড়ুয়া। উচ্চ মাধ্যমিকে তাক লাগিয়েছেন তাঁরা।

মাধ্যমিকেও ভাল ফল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। উচ্চমাধ্যমিকে তারাই সেরা। এই নজরকাড়া সাফল্যে খুশি বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক, শিক্ষাকর্মী সকলেই। এই স্কুল থেকে রাজ্যে প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। তিনি পেয়েছেন ৪৯৬। চতুর্থ স্থানে রয়েছেন নরেন্দ্রপুরের আরেক ছাত্র নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। ষষ্ঠ হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অর্কদীপ ঘরা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১৷  ৪৯০ নম্বর পেয়ে ওই স্কুল থেকেই যুগ্ম সপ্তম হয়েছেন বিতান শাসমল, অর্ক ঘোষ এবং অভিরূপ পাল। ৪৮৯ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন নরেন্দ্রপুরের সৈয়দ সাকরাইন কবীর। ৪৮৮ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম সায়ন সাহা এবং অর্কপ্রতিম দে।

স্কুলের এই দুর্দান্ত সাফল্যে খুশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। তাঁর কথায়, ‘‘খুবই আনন্দের খবর। আমদের আশা ছিল, ২০১৫ সালের পর এ বার হয়তো ফের মেধা তালিকায় আসবে আমাদের স্কুলের কোনও ছাত্র। ছেলেটি যে ভাল ফল করবে সেটা প্রত্যাশিতই ছিল। তবে উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অর্জন করবে, সেটা আমরা বুঝতে পারিনি। প্রথম দশে আমাদের স্কুলের ন’জন ছাত্র আছে।’’


 

Around The Web

Trending News

You May like