করোনা সংক্রমণ নিয়েই SSC পরীক্ষা ছাত্রের, নজরে ৪৫ পড়ুয়া ও শিক্ষক

করোনা সংক্রমণ নিয়েই SSC পরীক্ষা ছাত্রের, নজরে ৪৫ পড়ুয়া ও শিক্ষক

661c6f364bdc282769d8f8478df54e89

মুম্বই:  দক্ষিণ মুম্বইয়ে ১৫ বছরের এক ছাত্রের শরীরে মিলল কোভিড-১৯ এর বীজ৷ সম্প্রতি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শেষ হয়েছে তার৷ ওই ছাত্রের সংস্পর্শে আসা আরও ৩৬ জন ছাত্র এবং ৯ শিক্ষকের তালিকা তৈরি করে স্বাস্থ্য দফতরের কাছে জমা দিল বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি)৷ খুব শীঘ্রই তাঁদের সকলের করোনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে৷
সারা দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি৷ এই রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ জন৷ এর মধ্যে রাজধানী মু্ম্বইয়ে আক্রান্তের সংখ্যা ১৯৷ পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে বাণিজ্যনগরীতে৷ এই অবস্থায় সচেতনতার অভাব আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে সে রাজ্যের মানুষকে৷

মুম্বই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এখনও ওই ছাত্রের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি৷ তবে বিএমসি’র তৈরি তালিকা থেকে জানা গিয়েছে, ওই ছাত্র কোনও এক ঘনিষ্ঠের সংস্পর্শে আসার পরই আক্রান্ত হয়েছে৷ তার এসএসসি পরীক্ষার সিট পড়েছিল দক্ষিণ মুম্বইয়ে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের কাছে বিএমসি স্কুলে৷  খবর হিন্দুস্তান টাইমস পত্রিকা সূত্রে৷

সোমবার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ওই ছাত্র সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠায় বিএমসি-র শিক্ষা দফতরের কাছে৷ ওই ছাত্র কার কার সংস্পর্শে এসেছিল বা কাদের সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে, তা চিহ্নিত করতে বলা হয়েছে৷ বিএমসি’র শিক্ষা দফতরের আধিকারিক মহেশ পালকর বলেন, ‘‘আমরা স্কুলের কাছে সামগ্রিক তথ্য চেয়ে পাঠিয়েছিলাম৷ প্রতিটি ছাত্রের নাম, ঠিকানা এবং কনটাক্ট নম্বর জানতে চাওয়া হয়েছিল তাদের কাছে৷ গতকাল সেই তথ্য আমাদের হাতে এসেছে৷’’

জানা গিয়েছে, ওই সেন্টারে পরীক্ষা দিতে এসেছিল সংলগ্ন এলাকার ৯টি স্কুলের ছাত্রছাত্রী৷ স্কুলের প্রিন্সিপাল বলেন, ‘‘স্কুলের বিভিন্ন ব্লকে মোট ৩৫৩ জন ছাত্রছাত্রীর সিট পড়েছিল৷ বিষয় সমন্বয়ের উপর যে ভাবে বসার আসন বিন্যাস করা হয়েছিল, তাতে পরীক্ষা চলার সময় এই সংক্রমিত ছাত্রটির দুটি ব্লকে সিট পড়েছিল৷ এসএসসি পরীক্ষার এক সুপারভাইজার বলেন, ওই ছাত্রটি মাস্ক পড়ে পরীক্ষা দিতে এসেছিল৷ কিন্তু তার শরীরে করোনার লক্ষণ রয়েছে, সে সম্পর্কে আমাদের অবহিত করা হয়নি৷ স্বাস্থ্য মন্ত্রকের কাছ থেকেই আমরা বিষয়টি জানতে পেরছি৷’’

মঙ্গলবার ওই স্কুলের এসএসসি পরীক্ষার সুপারভিসনের দায়িত্বে থাকা এক শিক্ষকের গলায় যন্ত্রণা শুরু হয়েছে বলে জানা গিয়েছে৷ ওই শিক্ষককে অবিলম্বে টেস্ট করাতে বলা হয়েছে৷ গত শনিবার ওই ছাত্রের ইতিহাস পরীক্ষা শেষ হওয়ার পর তার করোনা টেস্ট হয়৷ পরীক্ষায় পজেটিভ রেজাল্ট আসে৷ ওই স্কুলের অশিক্ষক কর্মীদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হয়েছে৷ প্রিন্সিপাল বলেন, পরীক্ষা শেষে সকল ছাত্র বাইরে বেরনোর পর তাঁদের বিষয়টি জানানো হয়েছে৷ উল্লেখ্য, মুম্বইয়ে এসএসসি বোর্ড পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ৷ ২১ মার্চ পর্যন্ত পরীক্ষা চলে৷ ২৩ মার্চ ছিল শেষ পরীক্ষার দিন৷ ওই দিনের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *