টেস্ট ছাড়াই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, প্রস্তুতি নিয়ে চিন্তায় পড়ুয়ারা

টেস্ট ছাড়াই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, প্রস্তুতি নিয়ে চিন্তায় পড়ুয়ারা

কলকাতা: করোনা আবহে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল৷ ক্লাস চলছে অনলাইনে৷ দশম ও দ্বাদশের দোড়গোড়ায় দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের কাছে যা এক উদ্বেগের বিষয়৷ এরই মধ্যে রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলের পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ টেস্ট ছাড়াই তারা অবতীর্ণ হবেন মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মতো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষাতে৷ অন্যদিকে একই যুদ্ধে সামিল অপর একদল সৈনিক কিন্তু যুদ্ধে নামবে প্রস্তুতি সেরেই৷ একটি নয়, জোড়া টেস্ট হবে তাদের৷ 

আরও পড়ুন- করোনা-কালে বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের টেস্ট, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি স্কুলে টেস্ট পরীক্ষা বাতিল করা হলেও, দিল্লির দুই বোর্ড সিবিএসই এবং আইসিএসই-র অধীনস্থ স্কুলগুলিতে ইতিমধ্যেই অনলাইনে একটি পরীক্ষা হয়ে গিয়েছে বলে খবর৷ ডিসেম্বর মাসে স্কুল খুললে আরও একটি টেস্ট পরীক্ষা নেওয়ার কথা ভাবনা চিন্তা করছেন অধ্যক্ষরা৷ সে ক্ষেত্রে দূরত্ববিধি বজায় রেখেই পরীক্ষা নেওয়া হবে৷ টেস্ট পরীক্ষা বাতিলের বিষয়ে কোনও নির্দেশিকা জারি করেনি সিবিএসই ও আইসিএসই বোর্ড৷ টেস্ট পরীক্ষা বাতিল হওয়াতে পড়ুয়াদের একটা বড় অংশই নাখুশ৷ তাদের কথায়, টেস্ট না হওয়ায় চূড়ান্ত প্রস্তুতিতে ঘাটতি থেকে গেল৷  দশম ও দ্বাদশের কিছু পড়ুয়া বলেন, ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পেপার বা  বড় বড় স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখে প্রস্তুতি নেওয়ার সুযোগ এবার থাকছে না৷ ফলে আত্মবিশ্বাস একটু হলেও টলমল করবে৷ এই বছর করোনা আবহে ক্লাস করা যায়নি৷ প্রস্তুতি কতটা হল, তা বুঝে উঠতে পারছি না৷ তার উপর টেস্ট পরীক্ষা না হওয়ায় মনে হচ্ছে একবারে প্র্যাকটিস ছাড়াই মাঠে নামতে হবে৷ 

এদিকে সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি জানান, দশম ও দ্বাদশের যে-সকল পড়ুয়া আগামী বছর বোর্ড পরীক্ষায় বসবে, অনলাইনে তাদের একটি পরীক্ষা নেওয়া হয়েছে৷ এই বার বাড়িতে বসে ছাত্ররা পরীক্ষা দিয়েছে বলে প্রশ্নপত্রের ধরন ছিল কিছুটা আলাদা৷ তিনি আরও বলেন, ‘‘ডিসেম্বরে আরও একটি পরীক্ষা নেওয়ার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে৷ তবে ওই পরীক্ষা অনলাইনের বদলে স্কুলে নেওয়া হলেই ভালো৷ রাজ্য সরকার যদি ডিসেম্বর মাসে স্কুল খোলার অনুমতি দেয়, তাহলে স্বাস্থ্যবিধি মেনেই দশম ও দ্বাদশের টেস্ট পরীক্ষা নেওয়া হবে৷’’ 

আরও পড়ুন- ৭০ বছর ধরে চলছে শিক্ষাদান, পারিশ্রমিক নেন না ১০২ বছরের স্যার

একইভাবে অফলাইনে টেস্ট পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন শ্রীশিক্ষায়তনের মহাসচিব ব্রততী ভট্টাচার্যও৷ তিনি বলেন, ‘‘করোনা আমাদের অনেক কিছু নতুন জিনিস শেখাল৷ এই প্রথম অনলাইনে বসে পরীক্ষা দিল পড়ুয়ারা৷ রাজ্য সরকারের অনুমতিতে ডিসেম্বরে স্কুল খুললে, আরও একবার বোর্ড পরীক্ষার্থাদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে৷ এই পরীক্ষা নেওয়া হবে স্কুলে৷’’ ফলে সিবিএসই ও আইসিএসই বোর্ডের ছেলেমেয়েরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার সুযোগ পেলেও, নিজেদের যাচাই করার সুযোগ থাকছে না সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির পড়ুয়াদের কাছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 4 =