মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের আগে স্কুলে পরীক্ষার ব্যবস্থা হোক, দাবি শিক্ষক সংগঠনের

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের আগে স্কুলে পরীক্ষার ব্যবস্থা হোক, দাবি শিক্ষক সংগঠনের

কলকাতা: করোনা আবহে পিছিয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ ২০২১-এ জুন মাসে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক৷ এই দুটিই ছাত্র জীবনের অন্যতম বড় পরীক্ষা৷ কিন্তু এইবার করোনা সংক্রমণের জেরে বন্ধ রয়েছে স্কুল৷ ক্লাস করতে পারেনি পড়ুয়ারা৷ ফলে টেস্ট পরীক্ষাও এবার বাতিল হয়ে গিয়েছে৷ মাধ্যমিক বা উত্তমাধ্যমিকে বসার আগে প্রতিটি স্কুলে পরীক্ষার ব্যবস্থা করা হলে উপকৃত হবে হাজার হাজার ছাত্রছাত্রী৷ এই পরীক্ষা তাদের কাছে অত্যন্ত সহায়ক হবে। এমনটাই বক্তব্য শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের৷ 

আরও পড়ুন- ‘ক্ষমতা দিয়ে লোক আনবেন উনি’! নন্দীগ্রামে মমতার সভার পাল্টা সভা করার বার্তা শুভেন্দুর

রাজ্য সম্পাদক কিংকর অধিকারী মঞ্চের পরীক্ষা নেওয়ার বিষয়ে আর্জি জানিয়েছেন৷ তাঁদের কথায়, ফাইনাল পরীক্ষা হতে এখনো প্রায় ৫ মাস বাকি রয়েছে৷ তাই শিক্ষা দপ্তরের কাছে তাঁদের দাবি, বিদ্যালয়গুলি ঐচ্ছিক হিসাবে নয়, একটি নির্দেশিকা জারি করে সমস্ত বিদ্যালয় যাতে ফাইনাল পরীক্ষার আগে পরিবর্তিত সিলেবাসের ভিত্তিতে একটি পরীক্ষা নিতে পারে, সেই ব্যবস্থা করা হোক। এছাড়াও, দশম এবং দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার আগে বিদ্যালয়গুলিতে স্বাস্থ্যবিধি মেনে ল্যাব বা প্রাকটিক্যাল এবং পঠন-পাঠনের নির্দেশিকা জারি করার দাবিও জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- ‘‘তৃণমূলের পায়ে শুভেন্দু-কাঁটা ফুটেছে’’, কটাক্ষ নন্দীগ্রামের প্রাক্তন বিধায়কের

প্রতি বছর সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে। উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় মার্চে। কিন্তু করেনা পরিস্থিতিতে সবকিছুই ওলট পালট হয়ে গিয়েছে৷ দুই দিল্লি বোর্ডের পথে হেঁটে আগেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সিলেবাস কাটছাট করা হয়েছে৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *