Aajbikel

মায়ের সঙ্গে উচ্চমাধ্যমিকে বসেছিল ছেলে, দু’জনেই পাশ, নম্বরে টেক্কা দিলেন কে?

 | 
সৌরভ মন্ডল এবং লতিকা মন্ডল

কলকতা: একসঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষায় হসেছিলেন মা ও ছেলে৷ তাঁরা দু’জনেই পাশ করলেন৷ শুধু পাশই করলেন না, ভালো নম্বর নিয়ে পাশ করলেন দু’জনে। তবে, নম্বরের প্রতিযোগিতায় ছেলেকে টক্কর দিয়ে এগিয়ে গেলেন মা৷ 


বুধবার প্রকাশিত হয় উচ্চমাধ্যমিকের রেজাল্ট৷ তাতে সফল ভাবে উত্তীর্ণ শান্তিপুরের মা ছেলের জুটি৷ ছেলে সৌরভ মন্ডল এবং মা লতিকা মন্ডল দু’জনেই পাশ করলেন উচ্চমাধ্যমিক। মা-র প্রাপ্ত নম্বর ৩২৪। সেখানে ছেলে পেয়েছেন ২৮৪। মা-র সঙ্গে প্রতিযোগিতায় নেমে পিছিয়ে পড়লেও দুঃখ নেই ছেলে সৌরভের। বরং মা-র সাফল্যেই অধিক গর্বিত তিনি৷ এমনটাই জানালেন সৌরভ৷ 

দু’জনের নেওয়া বিষয়গুলির মধ্যে তিনটি বিষয় একই ছিল সৌরভ ও লতিকার। মা-ছেলে দু’জনেই রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং এডুকেশন বিষয়ে একসঙ্গে পড়াশোনা করেছেন। তবে, চতুর্থ বিষয় হিসেবে সৌরভ বেছে নিয়েছিলেন দর্শন এবং মা লতিকার পছন্দ ছিল সংস্কৃত।

লতিকার স্বামী পেশায় দিন মজুর৷  অভাবের সংসার চালাতে শাড়ি বোনার কাজ করেন লতিকা। পাশাপাশি ছেলের উৎসাহেই নতুন করে পড়াশোনা শুরু করেন তিনি৷ এই বছর উচ্চমাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন লতিকা৷ 

Around The Web

Trending News

You May like