সাফল্যে সবথেকে বেশি অবদান আমার, অকপট উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু

সাফল্যে সবথেকে বেশি অবদান আমার, অকপট উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু

কলকাতা: ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। সে যে ভালো ফলের আশা করেছিল তা স্বাভাবিক। কিন্তু এই দুর্দান্ত ফলের পিছনে অবদান কাদের, সেই প্রশ্নের উত্তরে শুভ্রাংশু এমন উত্তর দিল যা হয়তো অনেকেই দেয় না বা দিতে চায় না। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী স্পষ্ট জানাল, এই সাফল্যের জন্য সবথেকে বেশি অবদান তারই। 

সংবাদমাধ্যমে শীর্ষ স্থানাধিকারী জানিয়েছে, সে মোটামুটি দিনে ৪ ঘণ্টা মতো পড়াশুনা করত, কখনও কখনও তার থেকে কিছুটা বেশি। কিন্তু কখনই সে ১৪-১৫ ঘণ্টা পড়েনি। কিন্তু ওই ৪ ঘণ্টার কম পড়াশুনাও সে করেনি। তার কথায়, এত বড় পরীক্ষার জন্য এর থেকে কম সময় পড়া উচিত নয়। যারা আগামী দিনে পরীক্ষা দেবে তাদের এটাই খেয়াল রাখার উচিত। এরপরই সাফল্যের অবদান প্রসঙ্গে সে বলে, স্কুলের অবদান নতুন করে কিছু বলার নেই। স্কুল ছাত্রদের যা বানায় তা নিয়ে আলাদা কিছু বলার দরকার পড়ে না। তবে এই সাফল্যের জন্য সবথেকে বেশি অবদান তার, কারণ পরীক্ষা তাকেই দিতে হয়েছে। দ্বিতীয়ত স্কুল, তৃতীয়ত বাবা-মা এবং বাকিরা।