কলেজে ব্যবহার করা যাবে না মোবাইল, ছাত্রীদের নির্দেশ কর্তৃপক্ষের

কলেজে ব্যবহার করা যাবে না মোবাইল, ছাত্রীদের নির্দেশ কর্তৃপক্ষের

নয়াদিল্লি: ছুটছে সময়৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে প্রযুক্তি নির্ভরতা৷ আর সেই প্রযুক্তিনির্ভর সময়ে হারিয়ে যাচ্ছে শৈশব, পারস্পরিক আলাপ, গল্প, আড্ডা, উল্লাস৷ আর এই সময়ে দাঁড়িয়ে প্রযুক্তি নির্ভরতা কাটাতে এবার অভিনব উদ্যোগ নিল ঔরঙ্গাবাদের  অন্যতম মহিলা কলেজ ডঃ রফিক জাকারিয়া ওম্যানস্‌ কলেজ৷ 

সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, ক্যাম্পাসের মধ্যে কোনও ভাবেই ব্যবহার করা যাবে না  মোবাইল৷ গোটা ক্যাম্পাসকে মোবাইল ফ্রি হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ডঃ মাকদুম ফারুক জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি ছাত্রীরা৷ কারণ সবসময় মোবাইল ফোনের বিরামহীন ব্যবহার পড়াশোনার প্রতি তাঁদের মনোযোগ ভীষণরকম ভাবেই কমছিল৷ কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করে দেওয়ার ফলে ছাত্রীরা পড়াশুনা, আপাল-আলোচনা, গল্প, আড্ডায় বেশি মন দিতে পারছেন৷ আগামী দিনে তাঁরা এর সুফল পাবেন বলেও জানিয়েছেন কলেজের অধ্যক্ষ৷

এবিষয়ে সহ-অধ্যক্ষ জানিয়েছেন, ছাত্রীরা প্রয়োজনে কলেজ ক্যাম্পাসে কেবলমাত্র রিডিং রুমে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে৷ তবে সেক্ষেত্রে কলেজের রেজিস্টারের তাদের নাম, ক্লাস, রোল নং, ফোন নং ও কোন নম্বরে তারা ফোন করতে চলেছে, এইসব তথ্য বিশদে নথিভূক্ত করতে হবে৷ এছাড়াও ওই কলেজের কম্পিউটার রুম ও রিডিং রুমে ছাত্রীরা নিজেদের প্রয়োজন মতন ইন্টারনেটের ব্যবহারও করতে পারে জানালেন তিনি৷ কলেজ কর্তৃপক্ষের এই ইতিবাচক পদক্ষেপ মেনেও নিয়েছেন ছাত্রীরা৷ ভার্চুয়াল দুনিয়া থেকে কিছুটা মুক্তি পেয়ে ছাত্রীরাও বেশ খুশি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *