নয়াদিল্লি: কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাধ্যতামূলক আগেই করেছিল ইউজিসি৷ সেই নিয়ে চলেছিল মামলা৷ করোনা আবহে কীভাবে পড়ুয়ারা পরীক্ষা দেবেন, তা নিয়ে শুরু হয়েছিল বিভ্রান্তি৷ এবার সেই সমস্ত বিভ্রান্তি দূর করে রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত৷ তবে, পরীক্ষা বাতিল না হলেও রাজ্যের উপর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছেড়েছে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণা পর নিট ও জেয়েন্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের রায় পুর্বিবেচনার আর্জি জানিয়ে পিটিশন দাখিল করল বাংলা সহ ৬ রাজ্য৷
নিট ও জয়েন্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ৬টি রাজ্য৷ সুপ্রিম রায় পুর্বিবেচনার আর্জি জানিয়ে পিটিশন দাখিল করা হয়েছে৷ ১৭ আগস্ট সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছিল, জনজীবন এগিয়ে নিয়ে যেতে হবে৷ পরীক্ষাও হবে৷ এদিন ওই রায় পুনর্বিবেচনার আবেদন বিরোধী দলগুলির তরফে বলা হয়েছে, সুরক্ষা ও নিরাপত্তার কারণে নিট এবং জয়েন্ট পরীক্ষা পিছিয়ে দিতে হবে৷ দাবি তোলা হয়েছে, লক্ষাধিক পরীক্ষার্থীর জন্য এই মুহূর্তে সব রকম ব্যবস্থা করা অসম্ভব৷ ফলে সিদ্ধান্ত পর্যালোচনা করা প্রয়োজন৷ রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রাজেশ্বর ওরাওঁ, রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা, ছত্রিশগড়ের খাদ্যমন্ত্রী অমর জিত ভগৎ, পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বালবির সিং সিধু, মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী উদয় আর সামন্ত আর্জি জানিয়েছেন বলে খবর৷
Ministers from 6 States- West Bengal, Jharkhand, Rajasthan, Chhattisgarh, Punjab & Maharashtra file review petition in the Supreme Court seeking review of August 17 order of the Court and postponement of #JEE_NEET scheduled to be held in September. pic.twitter.com/G3GXYufrkY
— ANI (@ANI) August 28, 2020
অন্যদিকে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, চূড়ান্ত বর্ষের পরীক্ষা ছাড়া পড়ুয়াদের কোনও ভাবেই উত্তীর্ণ করা যাবে না৷ তবে বর্তমানে করোনা ভাইরাস ও লকডাউন পরিস্থিতি মাথায় রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে হবে৷ তবে, রাজ্য সরকার পরিস্থিতি বিবেচনা করে ইউজিসির সঙ্গে আলোচনা করে পরীক্ষা পিছিয়ে দিতে পারে৷ যেহেতু করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, সেই জন্য পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়ে একাধিক মামলা রুজু হয় সুপ্রিম কোর্টে৷ সেই মামলা খারিজ করে রায় ঘোষণা করেছে শীর্ষ আদালত৷