KBC-র পুরস্কারের টাকায় ইচ্ছে পূরণের স্বপ্ন বুনছেন কোটিপতি ববিতা

নয়াদিল্লি: কোনোদিন ভাবতে পারেননি, হট সিটে বসে বিগবি’র মুখোমুখি হতে পারবেন৷ কৌন বানেগা ক্রোড়পতি’র মঞ্চে এই সিজিনের দ্বিতীয় কোটিপতি হলেন অমরাবতীর বেসরকারি স্কুলের রাধুনী ববিতা তাড়ে৷ জিতেছেন এক কোটি টাকা৷ স্বপ্নেও ভাবতে পারেননি, এদিন তিনি কোটিপতি হবেন৷ অমিতাভ বচ্চনের হাত থেকে এক কোটি টাকার চেক পাওয়ার পর প্রথম ইচ্ছার কথা জানিয়েছেন তিনি৷ ববিতা জানিয়েছেন নিজের

KBC-র পুরস্কারের টাকায় ইচ্ছে পূরণের স্বপ্ন বুনছেন কোটিপতি ববিতা

নয়াদিল্লি: কোনোদিন ভাবতে পারেননি, হট সিটে বসে বিগবি’র মুখোমুখি হতে পারবেন৷ কৌন বানেগা ক্রোড়পতি’র মঞ্চে এই সিজিনের দ্বিতীয় কোটিপতি হলেন অমরাবতীর বেসরকারি স্কুলের রাধুনী ববিতা তাড়ে৷ জিতেছেন এক কোটি টাকা৷ স্বপ্নেও ভাবতে পারেননি, এদিন তিনি কোটিপতি হবেন৷ অমিতাভ বচ্চনের হাত থেকে এক কোটি টাকার চেক পাওয়ার পর প্রথম ইচ্ছার কথা জানিয়েছেন তিনি৷

ববিতা জানিয়েছেন নিজের জন্য মোবাইল কিনবেন৷ এছাড়াও এলাকায় একটি শিব মন্দির নির্মাণ করতে চান তিনি৷ মন্দির গড়ার খাতে টাকা দেওয়ার পর পুরস্কার হাতে নেবেন তিনি৷ যে স্কুলে রান্নার কাজ করতেন ববিতা, সেখানে দৈনিক সাড়ে ৪০০ পড়ুয়ার জন্য রান্না করেন তিনি৷ মাসে ১৫০০ টাকা বেতন৷ পড়ুয়াদের কাছে তিনি খিচুড়ি কাকি বলে পরিচিত৷

ববিতা জানিয়েছেন, গত বছর তিনি কেবিসির মঞ্চে আসার জন্য রেজিস্টার করেছিলেন৷ কিন্তু সঠিক সময়ে তাঁর ফোন খারাপ হয়ে যাওয়ায় গত বছর কেবিসির মঞ্চে আসতে পারেননি তিনি৷ বাড়িতে একটি মাত্র ফোন৷ সেই কারণে ফোন সকলেই ব্যবহার করেন৷ এবার তিনি একটি নিজে ফোন কিনতে চান৷ তাঁর স্কুলের পড়ুয়াদের জন্য কিছু করতে চান৷ একটা জলের ফিল্টার মেশিন কিনতে চান ববিতা৷ রান্নাঘরে কোন ছাউনি বানাতে চান তিনি৷ বাকি টাকা নিজের সন্তানদের ভবিষ্যত গড়তে চান বলে জানিয়েছেন কোটিপতি ববিতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + fifteen =