কলকাতা: এবার বাংলাতেই মেডিক্যালের আসন বিক্রির অভিযোগ৷ আসন পিছু তা বিক্রির দর উঠছে এক থেকে দেড় কোটির কাছাকাছি৷ রাজ্যের দু’টি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এনআরআই কোটার এমবিবিএস আসনের দর ছাপিয়ে গিয়েছে কোটি টাকার সীমানাও৷ ম্যানেজমেন্ট কোটার এমবিবিএস পড়ার খরচ ৭০ থেকে ৮০ লক্ষ টাকা পর্যন্ত ছুঁয়ে ফেলেছে বলে খবর৷
নিটে বসে ডাক্তারি পড়ার আগ্রহ দিনে দিনে বাড়েই চলেছে৷ তেমনই উত্তরোত্তর বাড়ছে প্রাইভেটে ডাক্তারি পড়ারও চল বাড়ছে৷ সুযোগ বুঝে আসন প্রতি কোটি টাকার দাম হাকাতে শুরু হয়ে গিয়েছে কোথাও কোথায়৷ সূত্রের খবর, বজবজের একটি মেডিক্যাল কলেজ এনআরআই কোটায় এমবিবিএস আসনের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা ও ম্যানেজমেন্ট কোটায় ৭২ লক্ষ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে৷ দুর্গাপুরের প্রাইভেট মেডিক্যাল কলেজে এনআরআই কোটায় দাবি করা হচ্ছে ১ কোটি ২০ লক্ষ টাকার কাছাকাছি৷ ম্যানেজমেন্ট কোটায় প্রতি সেমেস্টারে ৬.৩৪ লক্ষ টাকা চাওয়া হচ্ছে৷ নটি সেমেস্টারের এমবিবিএস পাঠ্যক্রম শেষ করতে খরচ হবে ৫৭ লক্ষ টাকার বেশি৷