প্রকাশিত মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির ফল, বেশ কিছু রদবদল মেধাতালিকায়

প্রকাশিত মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির ফল, বেশ কিছু রদবদল মেধাতালিকায়

কলকাতা: প্রকাশিত মাধ্যমিকের স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফল। আর স্ক্রুটিনি এবং রিভিউয়ের রেজাল্টের বেরতেই মাধ্যমিকের মেধাতালিকায় বড়সড় রদবদল। ২০২২ সালে মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশের সময় দেখা গিয়েছিল এক থেকে দশের মধ্যে ১১৪ জন পরীক্ষার্থী রয়েছে। স্ক্রুটিনি এবং রিভিউয়ের রেজাল্টের প্রকাশিত হওয়ার পর সেই তালিকায় জুড়ল আরও ১৮ জনের নাম৷ ফলে মেধাতালিকায় কৃতীদের সংখ্যা বেড়ে হল ১৩২ জন।

আরও পড়ুন- শিক্ষিকাকে প্রায় বিবস্ত্র করে মার! দোষীদের শাস্তির দাবিতে কালো ব্যাজ পরে প্রতিবাদ

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর,  মাধ্যমিকের ফল প্রকাশের পর রাজ্যের মোট ৩২ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী বিভিন্ন বিষয়ে তাদের উত্তরপত্র স্ক্রুটিনির জন্য আবেদন জানিয়েছিলেন৷ এর মধ্যে ১১ হাজার ৪৬৫ জনের উত্তরপত্রে নম্বর বেড়েছে। এমনকি, ১০ নম্বর পর্যন্ত বেড়েছে ৪৯৫ জন পড়ুয়ার৷ অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে রিভিউয়ের জন্য আবেদন করেছিল ২,৬৯৯ জন। এর মধ্যে নম্বর বেড়েছে ৯৩১ জনের৷

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফল প্রকাশিত হয়েছে৷ মঙ্গলবার দুপুর ৩টে থেকে বোর্ডের ওয়েবসাইটে তা দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় এক লক্ষ পাঁচ হাজার খাতা স্ক্রুটিনি করতে হয়েছে পর্শদকে। যারা রিভিউয়ের জন্য আবেদন করেছিল তাদের মধ্যে ৯১.২৬ শতাংশের ফলে কোনও পরিবর্তন হয়নি।

এদিকে, স্ক্রুটিনির জন্য বেদন করেছিলেন মাধ্যমিকে সপ্তম স্থান দখল করা অনন্যা দেব। স্ক্রুটিনির পর তাঁর নম্বর আরও বেড়েছে৷ এর ফলে সপ্তম থেকে পঞ্চম স্থানে চলে এসেছে সে৷ একই ভাবে স্ক্রুটিনির পর নম্বর বেড়েছে বীরভূমের সৌমাল্য নিয়োগীর৷ ফলে অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে সে। দশম থেকে নবম হয়েছে কোচবিহারের রিফাত তামান্না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *