শিক্ষক নিয়োগে ‘খামতি’, ফের অবসরের বয়সসীমা বাড়ালেন মমতা

কলকাতা: প্রফেসরদের অবসরের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ করা হল। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের অবসরের বয়স ৬৫ বছর থেকে বেড়ে হল ৭০ বছর। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভেনশনে একথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেনারেল কাস্টদের জন্য সুখবর, চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণ চালুর উদ্যোগ এদিন শিক্ষকদের মন পেতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মঞ্চ থেকে বার্তা

শিক্ষক নিয়োগে ‘খামতি’, ফের অবসরের বয়সসীমা বাড়ালেন মমতা

কলকাতা: প্রফেসরদের অবসরের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ করা হল। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের অবসরের বয়স ৬৫ বছর থেকে বেড়ে হল ৭০ বছর। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভেনশনে একথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জেনারেল কাস্টদের জন্য সুখবর, চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণ চালুর উদ্যোগ

এদিন শিক্ষকদের মন পেতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মঞ্চ থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শিক্ষকরা মানুষ তৈরির কারিগর৷ শিক্ষকদের অবদান অনস্বীকার্য৷ রাজ্যের ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের নিয়ে গর্ব করে৷’’

কিন্তু, শিক্ষক নিয়োগ না করে অধ্যাপকদের অবসরের মেয়াদ একধাক্কায় তিন বছড় বাড়ানোর মুখ্যমন্ত্রীর নির্দেশ দিতেই চাকরিপ্রার্থীদের মধ্যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে৷ চাকরিপ্রার্থীদের দাবি, আগে নিয়োগ হোক, পরে অবসরপ্রাপ্তদের মেয়াদ বাড়াক মুখ্যমন্ত্রী৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এদিন রাজ্যের কর্মসংস্থান প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘আমরা পরিকাঠামো উন্নয়নের জন্য অনেক করেছি৷ এই রাজ্যের চাকরির অভাব হবে না৷ আমরা ৪০ শতাংশ বেকারত্ব কমিয়ে এনেছি৷ আমরা আরও বিশ্ববিদ্যালয়, কলেজ তৈরি করছি৷ কর্মসংস্থানের জন্য ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছি৷ আগামী ১০ তারিখ নদীয়ায় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করছি৷’’

শিক্ষায় রাজনীতি নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজভবনে হওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি৷ এদিন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রশংসা করেন মমতা৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − four =