কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতির জন্য ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এই বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষার মূল্যায়ন কী হবে তা নিয়ে এখনো কৌতুহল রয়েছে। তবে আজ সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন যে আগামী জুলাই মাসের মধ্যে ফলাফল বেরিয়ে যাবে। এবং এর বিস্তারিত ঘোষণা আগামীকাল করে দেওয়া হবে। এই সংক্রান্ত সব কিছু ঘোষণা করবে শিক্ষা দফতর বলে জানান তিনি।
আগেই জানা গিয়েছিল যে, বাতিল হয়ে যাওয়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের কীভাবে মূল্যায়ন করে মার্কশিট দেওয়া হবে তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যালয় শিক্ষা দফতরে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে৷ বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের উপরে ভিত্তি করে তৈরি এই মূল্যায়ন রিপোর্ট নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে পাঠানো হয়েছে৷ রিপোর্ট জমা দেওয়ার আগে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন৷ উল্লেখ্য, পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ছাত্র-ছাত্রীদের কীভাবে মূল্যায়ন করা হবে তা এক সপ্তাহের মধ্যে জানানো হবে৷ সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আগামীকাল শিক্ষা দফতর ঘোষণা করবে বলেই এদিন স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷