মাধ্যমিক পড়ুয়াদের কথা ভেবে ‘ম্যাজিক বক্স’, উদ্যোগ প্রধান শিক্ষক সংগঠনের

মাধ্যমিক পড়ুয়াদের কথা ভেবে ‘ম্যাজিক বক্স’, উদ্যোগ প্রধান শিক্ষক সংগঠনের

কলকাতা: ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষকদের বৃহত্তম সংগঠন ‘এডভান্স সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেস’ বা এএসএফএইচএম। আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য অফলাইন এবং অনলাইন সমন্বয় একটি সম্পূর্ণ স্টাডি প্যাক প্রস্তুত করেছে তারা। মূলত পশ্চিমবে মাধযশমক শিক্ষা ববাঙ্গডের (বাংলা মাধযম) ২০২৪ এর মাধযশমঙ্গকর পরীক্ষার্থীঙ্গের জনয এই উদ্যোগ নেওয়া হয়েছে। একেই বলা হচ্ছে ‘ম্যাজিক বক্স’। 

বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের অনলাইন শিক্ষার কোনও অ্যাপ নেই। তাই এইসব শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সুলভ মূল্যে এই ‘ম্যাজিক বক্স’ নামের উদ্যোগ নিয়েছে এই সংগঠন। তারা জানাচ্ছে, অনেক অভিজ্ঞ শিক্ষক একসঙ্গে কাজ করে এর বিষয়বস্তু প্রস্তুত করেছেন যাতে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় পড়ুয়ারা আরও অনেক ভালো নম্বর পায়। এএসএফএইচএম জানিয়েছে, এই ‘ম্যাজিক বক্স’কে পড়াশুনার সবথেকে কার্যকরী বিকল্প হিসেবে গড়ে তুলতে প্রযুক্তিগত সহায়তা করেছে ‘টিউটোপিয়া লার্নিং অ্যাপ’। এই সংগঠনের জেনারেল সেক্রেটারি চন্দন মাইতি এই ‘ম্যাজিক বক্স’ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। 

জানানো হয়েছে, এখানে অধ্যায়ভিত্তিক একাধিক সংক্ষিপ্ত অ্যানিমেটেড ভিডিও ক্লাস করানো হবে। শেষ মুহূর্তের জন্য বিশেষ ভিডিও ক্লাসের ব্যবস্থাও আছে। এমসিকিউ টেস্ট প্র্যাকটিস করানো হবে। এছাড়া একজন পড়ুয়া তার সমস্ত বিষয়ের যে কোনও অধ্যায়ের উত্তরপত্র অশিজ্ঞ শিক্ষকের কাছে মূল্যায়ন এবং সংশোধনের জন্য পাঠাতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এই ‘ম্যাজিক বক্স’-এর দাম ৭ হাজার ৯৯৯ টাকা এবং উদ্বোধনী অফারে ৪ হাজার ৯৯৯ টাকা। চেক,অনলাইন, ইউপিআই যে ভাবে খুশি বুকিং বা পেমেন্ট করা যাবে। বুকিং করার পর ৭-৮ দিনে বাড়িয়ে চলে আসবে এটি। 

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাস থেকে এই সংগঠনের পথ চলা শুরু। পেশাগত স্বার্থ ছাড়াও প্রধান শিক্ষকদের সামাজিক স্বার্থের কাজের জন্যই মূলত এই উদ্যোগ। এছাড়া একমাত্র এই শিক্ষক সংগঠনই অতিমারি, আমফান ঝড়ের সময় মানুষের সেবায় নিমজ্জিত হয়েছিল। এমনকি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও তারা ৬ লক্ষ টাকা দান করেন। যাদবপুর বিজয়গড় বিদ্যাপীঠে ৪৪ জন প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের উপস্থিতিতে এই সংগঠনের ভিত্তি স্থাপন হয়েছিল। বর্তমানে এর প্রায় ৪ হাজার সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 17 =