কলকাতা: ভোটের কারণে আচমকা বদলে গেল মাধ্যমিক পরীক্ষার সূচি৷ বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ইতিহাস পরীক্ষা হবে ১ মার্চ৷ ২৭ ফ্রেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার কারণে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার সূচি পরিবর্তন করা হচ্ছে৷ কিন্তু আগাম পরীক্ষাসূচি ঘোষণা হওয়ার পরও কেন পরীক্ষা সূচি পরিবর্তন? প্রশ্ন তুলছে শিক্ষক সংগঠন৷
বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন৷ আচমকা ভোটের দিন ঘোষণা হওয়ার কারণে ২৭ ফেব্রুয়ারিরের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে৷ বিজ্ঞপ্তি জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চলতি বছরের মাধ্যমিকের শুধুমাত্র ইতিহাস পরীক্ষার দিন বদল করা হয়েছে৷ ইতিহাস ছাড়া বাকি পরীক্ষা সূচিতে কোনও পরিবর্তন হয়নি৷ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার কারণে শুধুমাত্র ইতিহাস পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে৷ জনস্বার্থের কথা চিন্তা করে ইতিহাস পরীক্ষার দিন বদল করা হয়েছে বলে জানিয়েছে পর্ষদ৷ ২৭ ফেব্রুয়ারির ইতিহাস পরীক্ষা হবে ১ মার্চ৷ ইতিহাস পরীক্ষার তারিখ বদল হলেও পরীক্ষার সময় ও স্থানে কোনও পরিবর্তন করা হয়নি৷
মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সুব্রত সাহা৷ রাজ্যের মন্ত্রীও ছিলেন তিনি৷ গত ২৯ ডিসেম্বর সুব্রত সাহার মৃত্যু হওয়ার কারণে ওই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি৷ অর্থচ, মাধ্যমিক পরীক্ষা সূচি ঘোষণা হয়েছিল বহু আগেই৷ কিন্তু, পরীক্ষাসূচি আগাম ঘোষণা হওয়ার পরও কেন নির্বাচনের কারণে পরীক্ষা পিছিয়ে যাবে? পরীক্ষার কারণে কেন ভোট পিছিয়ে দেওয়া যাবে না? মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার সূচি পরিবর্তন হওয়ার পরও শিক্ষামহল থেকে উঠছে নানান প্রশ্ন৷
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে শিক্ষক অনিমেষ হালদার জানিয়েছেন, অনেক আগে থেকেই মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট নির্ধারণ হয়ে গিয়েছিল৷ ফলে, পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে নির্বাচন কমিশনের উচিত ছিল পরীক্ষার পর বা আগে ভোটের দিন ঘোষণা করা৷ কিন্তু দুঃখের বিষয় হল, এ দেশে শিক্ষার গুরুত্ব সবকিছুর পর৷ তাই এভাবে পরীক্ষার্থীদের মানসিক অবস্থার কথা বিবেচনা না করেই পরীক্ষার সূচি পরিবর্তন করা হল৷ এর ফলে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার আগে বরাবরই যে ছুটি থাকত, সেই পরম্পরা ভঙ্গ তো হলই, উল্টে আবার পরীক্ষার প্রস্তুতি নিয়েও সমস্যায় পড়ে গেলে বাংলার লক্ষ লক্ষ পরীক্ষার্থী!