জুলাইয়ে কি মাধ্যমিকের ফল প্রকাশ? জরুরি ঘোষণা পর্ষদের! বিপাকে বহু শিক্ষক

জুলাইয়ে কি মাধ্যমিকের ফল প্রকাশ? জরুরি ঘোষণা পর্ষদের! বিপাকে বহু শিক্ষক

 

কলকাতা: ঘূর্ণিঝড় আমপান ও করোনা পরবর্তী পরিস্থিতি মধ্যে এবার মাধ্যমিকে ফলাফল প্রকাশের বিষয়ে যুদ্ধকালীন তৎপরতা শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ৷ বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষকদের উদ্দেশ্যে জরুরি ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷

জুলাইয়ে কি মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ? ফলাফল দ্রুত প্রকাশের জন্য আগামী আগামী ৪৮ ঘণ্টার মাধ্যে মাধ্যমিকের নম্বর পরীক্ষকদের কাছে জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যশিক্ষা পর্ষদ৷ ১০ শতাংশ খাতার জন্য উল প্রকাশে বিলম্ব৷ ৩১ মে পর্যন্ত ৯০ শতাংশ নম্বর জমা পড়ে গিয়েছে৷  

আনলক ওয়ান পর্বের কড়া বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে জরুরি নির্দেশিকা৷ বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত যারা বরাদ্দকৃত উত্তর পত্র এবং নম্বর জমা করাতে পারেননি, তাঁরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই কাজ শেষ করতে হবে৷ হেড এক্সামিনের অবিলম্বে ব্যালেন্স মার্কস সল্টলেকের নিবেদিতা ভবনে ৪৮ ঘণ্টার মধ্যে জমা করানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ পরীক্ষকদের নিয়োগ পত্র সহ উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

যদিও এই নিয়ে উঠছে প্রশ্ন৷ আনলক ওয়ান পর্বে যখন ট্রেন চলাচল লোকাল ট্রেন চলাচল করছে না, বাসের সংখ্যা যখন অপর্যাপ্ত, তখন কীভাবে পরীক্ষকরা নিবেদিতা ভবনে পৌঁছাবেন উত্তরপত্র ও নম্বর জমা করাবেন? তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না শিক্ষকদের একাংশ৷ খাতা জমা করতে গেলে বাড়ি থেকে বেরোতে হবে৷ কিন্তু, লকডাউন শিথিল হলেও গণপরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হয়নি৷ ফলে, নির্দেশ অনুযায়ী কীভাবে সেই সমস্ত প্রক্রিয়ায় শেষ হবে? তা নিয়ে উঠে যাচ্ছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 10 =