BIG BREAKING:  পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীর

BIG BREAKING:  পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীর

 

কলকাতা: ইঙ্গিতটা আগেই পাওয়া গিয়েছিল৷ করোনা ও নির্বাচনের কথা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যেতে পারে, আগেই প্রতিবেদন প্রকাশ করেছিল আজ বিকেল৷ এবার সেই ইঙ্গিত স্পষ্ট করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী৷ পরীক্ষাসূচি কিছু দিনের মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ সংসদ ও পর্ষদের প্রস্তাবে অনুমোদন দিয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ 

গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল সাফ জানিয়েছিলেন,  আগামী বছরের শুরুতে কিছুতেই বোর্ডের পরীক্ষা হওয়া সম্ভব নয়৷ কারণ পরিস্থিতি একেবারেই অনুকূল নয়। শিক্ষামন্ত্রী জানান, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে সিবিএসই-র কোন বোর্ডের পরীক্ষা হবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই ঘোষণায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়েও ধোঁয়াশা তৈরি হয়৷ এবার সেই ধোঁয়াশা কাটিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আজ কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস অনুষ্টান থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, সংসদ ও পর্ষদের প্রস্তাব অনুযায়ী এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাবে সম্মতি জানিয়েছে সরকার৷ বিস্তারিত পরীক্ষাসূচি সংসদ ও পর্ষদের তরফ ধাপে ধাপে প্রকাশ করা হবে৷ খাতা-কলমে পরীক্ষা হবে বলেও জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী৷

করোনার কারণে টানা ৯ মাস বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ হয়ে রয়েছে৷ ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাস হয়েছে মেরেকেটে মাত্র আড়াই মাস৷ উচ্চমাধ্যমিকে এক দিনও ক্লাস হয়নি৷ ফলে, শেষ হয়নি সিলেবাস৷ কবে, স্কুল খুলবে তাও অজানা৷ স্কুল না খুললেও আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে কোনও খামতি দেখা যাচ্ছে না, সে রাজনৈতিক সভা-সমিতি হোক, কিংবা মিছিল-মিটিং৷ সবই হচ্ছে, স্কুলও খোলা৷ শুধু বন্ধ পঠন-পাঠান৷ তার তাতেই পড়ুয়া ও অভিভাবক মহলে তৈরি হয়েছে অনিশ্চয়তা৷ আগামী বছর কবে পরীক্ষা, তার দিনক্ষণ প্রকাশে বিলম্ব হওয়ায় পরীক্ষার প্রস্তুতি নিতে চূড়ান্ত সমস্যায় পড়েন পড়ুয়ারা৷ সিলেবাস কমেছে বটে, পরীক্ষার দিনক্ষণ নিয়ে ছিল চিন্তা৷ বিলম্ব হলেও পরীক্ষার দিন ঘোষণা হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে পড়ুয়ারা৷ 

আগামী বছর করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে, তা এতদিন জানতে পারেনি মাধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ প্রতিবছর ফল প্রকাশের সময় পরবর্তী বছরের পরীক্ষা সূচি ঘোষণা করার চল ছিল পর্ষদ ও সংসদে৷ কিন্তু, এই নিয়ে দু’বার তার হয়নি৷ ফলে, ধোঁয়াশা প্রথম থেকেই ছিল৷ করোনা পরবর্তী পরিস্থিতি পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তোলে৷   সাধারণ সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে এতদিন মাধ্যমিক পরীক্ষা হয়ে এসেছে৷ কিন্তু, এবার পরিস্থিতি আলাদা৷ ফলে, বর্তমান অবস্থা খতিয়ে দেখে ফেব্রুয়ারির বদলে মাধ্যমিক পরীক্ষা জুন মাসে করার বিষয়ে শিক্ষা দফতরের কাছে প্রস্তাব পাঠায় মধ্যশিক্ষা পর্ষদ৷ করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা পিছনোর প্রস্তাব দেওয়া হয়৷ পরীক্ষা পিছিয়ে যেতে পারে, সেই সংক্রান্ত প্রতিবেদন আগেই প্রকাশ করেছে আজ বিকেল৷ পরে পর্ষদ ও সংসদের প্রস্তাব সরকারের অনুমোদনসাপেক্ষ কার্যকর হতে চলেছে৷ পর্ষদের প্রস্তাব, ফেব্রুয়ারির পরিবর্তে জুনের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত হোক মাধ্যমিক৷ পরীক্ষার সময় পৌনে ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত৷ জুনে পরীক্ষা হলে ততদিনে রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার কথা৷ তারপর রয়েছে করোনা পরিস্থিতি, টিকা বাজারে আসবে কি না, এই নিয়ে আপাতত তৈরি হয়েছে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 4 =

ভোটের আগে আদৌ হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা? এখনও শেষ হয়নি সিলেবাস!

ভোটের আগে আদৌ হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা? এখনও শেষ হয়নি সিলেবাস!

কলকাতা: করোনা রুখতে মার্চ থেকে জারি হয়েছিল লকডাউন৷ আর তার জেরে নতুন শিক্ষাবর্ষের গোড়াতেই বন্ধ করে দেওয়া হয় স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ ফলে নতুন শিক্ষাবর্ষের ক্লাস করানো যায়নি৷ পরীক্ষার সময় দিনে দিনে কাছাকাছি চলে এলেও এখনও শেষ করা যায়নি সিলেবাস৷ ফলে পিছিয়ে দেওয়া হতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা৷

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের কোনও টেস্ট পরীক্ষা হবে না৷  সরাসরি বোর্ড পরীক্ষায় বসা যাবে৷ তবে সেক্ষেত্রে সিলেবাস নিয়ে ধোঁয়াশা থেকেই যায়৷  রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, নভেম্বরের ৩০ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ ডিসেম্বরে খুলে দেওয়া হবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়৷ তারপরেই স্কুল খোলা নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে৷ অন্যদিকে সামনের বছর মার্চ-এপ্রিল নাগাদ বিধানসভা নির্বাচন৷ সেক্ষেত্রে অবশ্য ভোটের পরেই পরীক্ষা নেওয়ার কথা ভাবছে স্কুল শিক্ষা দফতর! যদিও তা এখনও চূড়ান্ত হয়নি৷ এমনও পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিও প্রকাশিত হয়৷ প্রতিবছর ফল প্রকাশের দিন পরবর্তী বছরের পরীক্ষা সূচি ঘোষণা হওয়ার চল থাকলেও পরপর ২ বছর তা করতে পারেনি শিক্ষা দফতর৷ এবছর করোনা আবহে ফল প্রকাশ হলেও ঘোষণা হয়নি ২০২১ সালের বোর্ড পরীক্ষার সূচি৷ পরীক্ষা সূচি তো দূর, স্কুল খোলা কিংবা পঠনপাঠন এখনও শুরু করা যায়নি৷ সিলেবাস শেষ হওয়াও এখন অনেক দূরের কথা! আর তাতেই বাড়ছে চিন্তা৷ সূত্রের খবর, ডিসেম্বরে যদি স্কুল খোলা যায়, তারপরেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করে পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করা হবে৷

রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি খোলা হলেও সেখানে কড়া ভাবে করোনা প্রটোকল মেনে চলতে হবে৷ মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক৷ একইসঙ্গে সমস্ত কক্ষ জীবাণুমুক্ত করার কথা বলা হয়েছে৷ মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি৷ মহারাষ্ট্র এবং গুজরাট সরকার জানিয়েছে ফেব্রুযারি-মার্চের বদলে মে মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেবে তারা। সিলেবাস শেষ না করার কারণে এই সিদ্ধান্ত নেওয়া বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে৷ অন্যদিকে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরাসরি কিছু না বললেও, শিক্ষা দফতরের এক কর্তা জানিয়েছেন, সিলেবাস শেষ করতে না পারায় নির্ধারিত সময় অর্থাৎ মার্চ- এপ্রিল নাগাদ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =