Breaking: ২০২২ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কবে? জোড়া পরীক্ষায় নজর সরকারের

Breaking: ২০২২ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কবে? জোড়া পরীক্ষায় নজর সরকারের

কলকাতা: সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকেই খুলতে চলেছে স্কুল। এবার এই সিদ্ধান্তের পর আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজর রাজ্য সরকারের। জানা গেল, ২০২২ সালের মার্চের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হতে পারে এবং এপ্রিল মাসের শুরুতে হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলতে চলেছে স্কুল। করোনাভাইরাস পরিস্থিতির জন্য লাগাতার কয়েক মাস রাজ্যে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যার অবসান ঘটতে চলেছে নভেম্বরে। ইতিমধ্যে এই প্রেক্ষিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই সময়েই আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কাজ করছে রাজ্য সরকার। পর্ষদ এবং সংসদের সঙ্গে সরকারের আলোচনার পর এই দুই পরীক্ষার সময় নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। আরো জানা গিয়েছে, এপ্রিল মাসের শেষে হতে পারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও। এখন শুধুমাত্র অপেক্ষা নবান্নের অনুমোদনের। তার পরেই হয়তো দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সব ঠিক থাকলে কালী পুজোর আগেই পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা হয়ে যাবার সম্ভাবনা প্রবল। 

ইতিমধ্যেই রাজ্য সরকার স্কুল কর্তৃপক্ষ গুলিকে স্কুল খোলার আগে একাধিক নিয়মবিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্পর্কে জানিয়ে দিয়েছে। ২৪ পাতার একটি বুকলেট প্রকাশ করা হয়েছে যেখানে কোন কোন নিয়ম মানতে হবে তা বিস্তারিত ভাবে লেখা রয়েছে। স্কুল খোলার পর যাতে কোনরকম ভাবে পড়ুয়াদের মধ্যে সংক্রমণ বৃদ্ধি না হয় সেই ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখা হচ্ছে বলে সরকার জানিয়েছে। সেই প্রেক্ষিতে মাস্ক পরা থেকে শুরু করে, স্যানিটাইজার ব্যবহার এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখার মতো যাবতীয় নিয়ম বিধি যাতে প্রত্যেকে মেনে চলে সেই দিকেই স্কুল কর্তৃপক্ষ গুলিকে নজর রাখতে নির্দেশ দিয়েছে নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =