বাতিল হয়েছে পরীক্ষা, তবুও দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, চিন্তা-ভাবনা পর্ষদের

বাতিল হয়েছে পরীক্ষা, তবুও দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, চিন্তা-ভাবনা পর্ষদের

কলকাতা: করোনা আবহে বাতিল হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা৷ কিন্তু পরীক্ষার্থীদের দেওয়া হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড৷ এমনই চিন্তাভাবনা করছে মধ্য শিক্ষা পর্ষদ৷ মাধ্যমিকের মার্কশিটের সঙ্গেই দেওয়া হবে এই অ্যাডমিট কার্ড৷ 

আরও পড়ুন- দিনের আলো না দেখা ITI কলেজের জমিতে ফের শুরু চাষাবাদ

পর্ষদের তরফে বলা হয়েছে, ইচ্ছুক পরীক্ষার্থীরা চাইলে পরে পরীক্ষা দিতে পারেন৷ সেক্ষেত্রে এই মার্কশিট বাতিল হয়ে যাবে৷ নতুন মার্কশিটই চূড়ান্ত হবে৷ যদিও সকল পরীক্ষার্থী পরীক্ষায় বসবে না৷ তা সত্বেও সকলকেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলে চিন্তাভাবনা করা হচ্ছে৷ এছাড়াও পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট শুধু পরীক্ষায় বসার জন্য প্রয়োজন হয় না৷ পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রেও অ্যাডমিটের প্রয়োজন হয়৷ সে কথা ভেবেই পরীক্ষা বাতিলের পরেও এই চিন্তা ভাবনা৷ 

আরও পড়ুন- চলতি মাসে অনলাইনে হবে আইআইএইচএমের অ্যাডমিশন টেস্ট

প্রসঙ্গত, গত ১৮ জুন পর্ষদের তরফে মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে জানানো হয়৷ মাধ্যমিকের ক্ষেত্রে বলা হয়েছে, ২০১৯ সালে নবম শ্রেণির পরীক্ষা দিয়ে যে সকল পড়ুয়া দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিল, তারাই ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার্থী৷ নবম শ্রেণির মার্কশিট ও দশম শ্রেণির ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্টের নম্বরও ভিত্তিতেই এই বছর মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তৈরি করা হবে৷ ৫০-৫০ শতাংশ হারে দুটি নম্বর ভাগ করা হবে৷ তবে এই মার্কশিটে কোনও পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে তারা পরীক্ষায় বসার সুযোগ পাবে৷ রাজ্যে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিত তৈরি হওয়ার পরেই সেই পরীক্ষা নেওয়া হবে৷ সেক্ষেত্রে ওই পরীক্ষার ফলই চরম বলে গৃহীত হবে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =