পড়ুয়ায় অমিল! শনিবার বন্ধ হতে পারে সরকারি স্কুল

পড়ুয়ায় অমিল! শনিবার বন্ধ হতে পারে সরকারি স্কুল

কলকাতা: করোনা অতিমারি শিক্ষার ওপর কী প্রভাব ফেলেছে তার উদাহরণ কার্যত মিলছে। সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের অমিল দেখা যাচ্ছে। সপ্তাহের অন্যান্য দিন মোটামুটি ক্লাস ভরলেও শনিবার যেন শনির দশা! অধিকাংশ ক্লাস খালি যাচ্ছে, একজন পড়ুয়াকেও দেখা যাচ্ছে না। শিক্ষকমহলের একটা বড় অংশের দাবি, কোভিড পরিস্থিতির পর থেকেই এই অবস্থা হয়েছে। তাই পড়ুয়াদের উপস্থিতির হার সঠিকভাবে বজায় রাখতে শনিবার স্কুল বন্ধের কথাও ভাবছেন অনেকে।

বিষয়টি শুধু যে গ্রামের অনামি স্কুলগুলিতে দেখা যাচ্ছে এমনটা নয়। শহরের নামি সরকারি স্কুলেও একই জিনিস চোখে পড়ছে। শিক্ষকদের একাংশের দাবি, করোনাকালে দীর্ঘ সময় স্কুলের পঠন-পাঠন বন্ধ থাকায় গৃহশিক্ষক নির্ভরতা বেড়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। এখন আবার সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সরকারি নজরদারি কড়া হওয়ার কারণে প্রাইভেটে পড়াতে পারছেন না। চাপ বেড়েছে পেশাদার গৃহশিক্ষকদের। তারাই মূলত শনিবার করে পড়াচ্ছেন। এই কারণেই শনিবার করে স্কুলে পড়ুয়াদের দেখা মিলছে না বলে মত। 

সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি তাই চাইছে, শনিবার করে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হোক। জানুয়ারি থেকে নয়া শিক্ষাবর্ষ শুরু। তার আগেই এই পরিস্থিতির বদল চাইছেন তারা। আপাতত যা পরিস্থিতি তাতে জোর করে বা ভয় দেখিয়ে পড়ুয়াদের স্কুলে আনা যাবে না। তাই শনিবার করে স্কুল খোলা রাখলে তা খালিই যাবে বলে ধারণা।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *