লাটে বিএড কোর্স, ক. বিশ্ববিদ্যালয়কে তৃতীয় শো-কজ NCTE-র

লাটে বিএড কোর্স, ক. বিশ্ববিদ্যালয়কে তৃতীয় শো-কজ NCTE-র

কলকাতা: বিদ্যালয়ে শিক্ষকতা করার যোগ্যতা নির্ধারক কোর্স বিএড৷ আর এই বিএড প্রশিক্ষণকে কেন্দ্র করে গত কয়েক বছর আগে উত্তাল হয়েছিল রাজ্য৷ দীর্ঘ প্রচেষ্টার পর সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়৷ বর্তমানে রাজ্যের বহু সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিএড কোর্স করানোর বন্দোবস্ত রয়েছে৷ তবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিচালক মণ্ডলীর প্রয়োজনীয় তৎপরতার অভাবে প্রায় বন্ধের মুখে একাধিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র৷ 

আর সেই বন্ধ হওয়ার তালিকায় এবার উঠে এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম৷ শিক্ষকের অভাব, পরিকাঠামোগত সমস্যার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সের স্বীকৃতি বাতিল কর এনসিটিই৷ টানা তিনবার কারা হয়েছে শোকজ৷ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা বিএড কোর্সের স্বীকৃতি ফেরানো দাবিতে এবার উপাচার্য সোনালী চক্রবর্তীকে লিখিত দিল ডেমোক্রাটিক স্টুডেন্ট অরগানাইজেশান৷

যোগ্য শিক্ষককের ঘাটতি, পরিকাঠামোগত ত্রুটি থাকার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএড বিভাগকে আগেই শোকজ করেছিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই৷ ধারাবাহিক ভাবে তিন বছর শোকজ করা হলেও উদাসীন কর্তৃপক্ষ৷ বাম ছাত্র সংগঠন ডিএসও’র দাবি, পরপর তিন বছর শোকজ করার পরেও বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি৷ বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত এই গাফিলতি দেখে এনসিটিই শিক্ষক প্রশিক্ষণের স্বীকৃতি বাতিল করে দেয়৷ ছাত্র সংগঠনের দাবি, লাগাতার তিন বছর ধরে যাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য বিশ্ববিদ্যালয় তার সুনাম হারাচ্ছে৷ শুধু তাই নয়, পরিকাঠামো ক্ষেত্রে যে ত্রুটি রয়েছে সেটাও সত্বর সংশোধন করে নতুন শিক্ষাবর্ষ থেকেই বিএড কোর্সের পাঠক্রম চালু করতে হবে বলেও দাবি জানানো বয়েছে ওই ছাত্র সংগঠনের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 1 =