পড়া মুখস্থ করতে রোজ ক্লাসে আসে লক্ষ্মী বানর, উপস্থিতি ১০০%

অন্ধ্রপ্রদেশ : নিয়ম করে প্রতিদিন ক্লাসে আসে৷ মুখস্থ করে পড়া৷ বাধ্য মেয়ের মতোই বসে থাকে চুপটি করে ক্লাসে বসে একটি ছোট্ট বানর৷ প্রতিদিন নিয়ম করে সময় মতো হাজির হয়ে যায় স্কুলে৷ অন্ধ্রপ্রদেশের পিয়াপুল্লি মণ্ডলের ভেঙ্গালামপল্লির একটি সরকারি বিদ্যালয়ে বানরের ক্লাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ প্রথম প্রথম শিক্ষকরা ওই বানরকে তাড়ানোর জন্য দরজা জানলা বন্ধ করে রাখতেন৷

পড়া মুখস্থ করতে রোজ ক্লাসে আসে লক্ষ্মী বানর, উপস্থিতি ১০০%

অন্ধ্রপ্রদেশ : নিয়ম করে প্রতিদিন ক্লাসে আসে৷ মুখস্থ করে পড়া৷ বাধ্য মেয়ের মতোই বসে থাকে চুপটি করে ক্লাসে বসে একটি ছোট্ট বানর৷ প্রতিদিন নিয়ম করে সময় মতো হাজির হয়ে যায় স্কুলে৷ অন্ধ্রপ্রদেশের পিয়াপুল্লি মণ্ডলের ভেঙ্গালামপল্লির একটি সরকারি বিদ্যালয়ে বানরের ক্লাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

প্রথম প্রথম শিক্ষকরা ওই বানরকে তাড়ানোর জন্য দরজা জানলা বন্ধ করে রাখতেন৷ কিন্তু, সেও নাছোড়৷ ফাঁক ফোঁকড় দেখে ঠুকে পড়ত ক্লাসে৷ তবে যখন তাঁরা বুঝতে পারেন, বানরটি কারও কোনও ক্ষতি করছে না, তখন স্কুলের প্রধান শিক্ষক ওই বানরকে স্কুলে ঢুকতে অনুমতি দেন৷ দেওয়া হয় নাম৷ লক্ষ্মী প্রায় ১২ দিন ধরে স্কুল পড়ুয়াদের সঙ্গে বসে ক্লাস করছে৷ চুপচাপ৷ লক্ষ্মী মেয়ের মতো৷ রোজ সকালে প্রার্থনাও শোনে সে৷ তারপর ক্লাসে ঢুকে যায়৷ বন্ধুদের পাশে বসে চলে পড়া৷ আবার টিফিনের সময় নতুন বন্ধুদের  সঙ্গে খেলাধুলাও করেও৷ স্কুল থেকেই ওকে ফল খেতে দেওয়া হয়৷ তবে স্কুলে প্রধান শিক্ষক বেশ খুশি লক্ষ্মীর ১০০ ভাগ উপস্থিতি নিয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *