শিক্ষকের অভাব, এবার উচ্চ মাধ্যমিকে গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা!

শিক্ষকের অভাব, এবার উচ্চ মাধ্যমিকে গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা!

আলিপুরদুয়ার: থমকে শিক্ষক নিয়োগ৷ দুর্নীতি, মামলার গেরোয় থমকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ বিতর্ক ঢাকতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় বদল এনে বিজ্ঞপ্তিও জারি করেছে শিক্ষা দপ্তর৷ আর এই প্রস্তুতির মাঝেও এবার শিক্ষককের অবভাব তত্ব কার্যত মেনে নিচ্ছে রাজ্য৷ হাইস্কুলে  শিক্ষককের অভাবের জেরে এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় গার্ড দিতে ডাকা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের৷

জানা গিয়েছে, পর্যন্ত শিক্ষক না থাকার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নজরদারির জন্য পার্শ্ব শিক্ষক থেকে আংশিক সময়ের শিক্ষকদের পাশাপাশি প্রয়োজনে প্রাথমিক শিক্ষকদের ডাকার জন্য প্রস্তুতি নিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন৷

জানা গিয়েছে, এবার অলিপুরদুয়ার থেকে ১৪ হাজার ২৮১ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে বসবেন৷ এরমধ্যে ছাত্র সংস্থা ৬০৭০ ও ছাত্রীদের সংখ্যা ৮২১১৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে যেতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে জেলার ২২টি রুটে বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা থাকবে৷ আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ ১৫টি সেন্টারে মোট ৫৮টি ভেনুতে পরীক্ষা হবে৷

জানা গিয়েছে, এই জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে মোট ২৪৩টি স্কুল রয়েছে৷ শিক্ষক রয়েছেন ৪৫০০ জন৷ ফলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার নজরদারির জন্য পার্শ্বশিক্ষক ও আংশিক সময়ের শিক্ষকদের সুযোগ দেওয়ার পরও থাকছে ঘাটতি৷ ফলে, প্রয়োজন পড়লে প্রাথমিক স্কুল শিক্ষকদেরও পরীক্ষার নজরদারির কাজে নেওয়া হতে পারে চিন্তাভাবনা শুরু করেছে জেলা প্রশাসন৷ তবে, এই নিয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *