শিক্ষকের অভাব, বহু প্রাথমিকে যুক্ত হল না পঞ্চম শ্রেণি

শিক্ষকের অভাব, বহু প্রাথমিকে যুক্ত হল না পঞ্চম শ্রেণি

কলকাতা: সুযোগ সুবিধার যথেষ্ট ত্রুটি৷ প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাব৷ পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাবে বঞ্চিত হল রাজ্যের বেশ কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয়৷

দিন কয়েক আগেই রাজ্যের প্রাথমিক বিদ্যালয় গুলির মধ্যে ১৮ হাজার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির পঠন পাঠন শুরু করার জন্য মনোনীত করা হয়৷ কিন্তু ৩০০০ প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেনীতে পঠনপাঠন শুরু হওয়ার সুযোগ পেল না৷

১৮০০০ প্রাথমিক বিদ্যালয়ে চলতি শিক্ষা বর্ষে পঞ্চম শ্রেণির পঠনপাঠন শুরু হওয়ার কথা থাকলেও সমস্ত বিদ্যালয় পঞ্চম শ্রেণির পঠনপাঠনের সুযোগ গড়ে ওঠেনি৷ প্রয়জনীয় শ্রেণিকক্ষের অভাব, পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাবকে মূল দায়ী করেছেন শিক্ষকদের একাংশ৷

শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২১ সালে রাজ্যের সমস্ত (আনুমানিক ৫৮০০০) প্রাথমিক বিদ্যালয় যাতে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালুর বন্দোবস্ত করা যায় সেই বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − one =