তারকেশ্বর: অভাবের সংসার৷ প্রথম জীবনে দারিদ্রতার কথা মঞ্চে দাঁড়িয়েই বলে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারকেশ্বরের সভা মঞ্চ থেকে জীবন যুদ্ধের টুকরো কাহিনী তুলে ধরেন তিনি৷ উন্নয়ন থেকে রাজনীতি নিয়ে বলতে গিয়ে ফিরে গেলেন সেই ছোটবেলার জীবনে৷ (এই লিঙ্কে দেখুন ভিডিও)
তারকেশ্বরের সরকারি সভামঞ্চে দাঁড়িয়ে অপ্রাপ্তি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘ছোট বেলায় যখন স্কুলে যেতাম, আমার খুব সাইকেল চড়তে ইচ্ছা করত৷ কিন্তু বাবা-মা আমাকে সাইকেল কিনে দিতে পারেনি৷ আমার আফসোস আছে৷ আমার বাবা যখন বই কিনে দিতে পারেনি, তখন আমি আমার গলার হার বিক্রি করে দিয়ে কলেজের বই কিনে পড়াশুনা করেছি৷’’
টাকা নেই, তবুও রাজ্যের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেন বলেও তিনি মন্তব্য করেন৷ বলেন, ‘‘আপনাদের কাজ মন দিয়ে করি৷ আন্তরিকতার সঙ্গে করি৷ অনেক সময় আর্থিক সাধ্য না থাকলেও বলি কাজটা করে দিতে৷ কিন্তু সবটা তো একসঙ্গে হয় না৷ একটু একটু করে তো হচ্ছে৷’’