BREAKING: আরও বাড়ল কলেজে ভর্তির সময়সীমা, এখনও ফাঁকা বহু আসন

BREAKING: আরও বাড়ল কলেজে ভর্তির সময়সীমা, এখনও ফাঁকা বহু আসন

কলকাতা: স্নাতক স্তরে ভর্তির সময়সীমা আরও এক দফায় বৃদ্ধি করল রাজ্য সরকার৷ আগামী ৩০ অক্টোবর স্নাতকে ভর্তির প্রক্রিয়া চলবে বলে আজ প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পড়ুয়ারা পছন্দের কলেজে ভর্তি হতে পারছেন না, সমস্যার কথা স্বীকার করে শিক্ষামন্ত্রী জানান, পড়ুয়াদের স্বার্থে সমস্ত কলেজে ভর্তির সময়সীমা বাড়ানো হচ্ছে৷ 

গত ১০ অগস্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জন্য স্নাতকে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হয়৷ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই ভর্তি প্রক্রিয়া চলার কথা ছিল৷ কিন্তু, এবছর করোনা আবহে ঢালাও নম্বরের সৌজন্যে পছন্দের কলেজে ভর্তির ক্ষেত্রে সমস্যায় পড়েছেন পড়ুয়াদের একাংশ৷ ৯০% নম্বর পেয়েও  কলেজের মেধাতালিকায় স্থান পাননি বহু পড়ুয়া৷

এবছর উচ্চ মাধ্যম পরীক্ষায় সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের বাতিল পরীক্ষার নম্বর দেওয়া হয়েছে৷ তাতেই নম্বর উঠেছে ঝুড়ি ঝুড়ি৷ আর তাতেই বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকে ভর্তি হওয়ার জন্য মেধা তালিকায় স্থান পাওয়ার ক্ষেত্রে বেড়ে গিয়েছে প্রতিযোগিতা৷ ৯০ শতাংশ নম্বর পেয়ে বহু পড়ুয়ারা পছন্দের কলেজে ভর্তি হতে পারেননি৷ পরিস্থিতির গুরুত্ব বুঝতে খুব একটা দেরি করেননি শিক্ষামন্ত্রী৷ আজ জানিয়ে দিয়েছেন, পড়ুয়াদের স্বার্থের কথা বিবেচনা করে কলেজে ভর্তির সময়সীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে সমস্ত বিশ্ববিদ্যালয়কে৷

নম্বরের ছড়াছড়ির কারণে মেধাতালিকায় তীব্র প্রযোগিতার কারণে বহু কলেজে অর্ধেকের বেশি আসন এখনও খালি৷ তালিকায় প্রথমের দিকে স্থান না পাওয়ায় বহু পড়ুয়া অন্য কলেজে সুযোগ পেয়ে চলে গিয়েছেন৷ ফলে বহু আসন শূন্য৷ যদি, এই সমস্যা প্রতিবছর ধরা দিলেও এবার তা ব্যাপক আকার নিয়েছে বলে খবর৷

সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বহু কলেজে আসন খালি পড়ে রয়েছে৷ তালিকায় রয়েছে কলকাতার বেশ কয়েকটি নামি কলেজেও৷ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে আলোচনা হয়েছে বলে খবর৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে ছাত্র ভর্তির সময়সীমা আরও এক মাস বৃদ্ধির সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এবার বাকি বিশ্ববিদ্যালয়ের ঘোষণার অপেক্ষা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 4 =