কলকাতা: ২৬ জুন পর্যন্ত সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু, পড়ুয়াদের কথা ভেবে সোমবার থেকেই স্কুল খুলছে শহরে৷ সিএনআই-এর অধীনে কলকাতার সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আবহাওয়ার উন্নতি হতেই কলকাতার কলকাতার আর্চবিশপ থমাস ডিসুজার অনুমতিতে স্কুলগুলি খুলে দেওয়ার হচ্ছে৷
আরও পড়ুন- প্রকাশিত রাজ্য জয়েন্টের ফল, প্রথম ও দ্বিতীয় দু’জনেই হিমাংশু শেখর, পাঁচে নেই WBCHSE-র কেউ
করোনাকালে পড়ুয়াদের দু’বছর ক্ষতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ খুলে যাচ্ছে লা মার্টিনিয়ার ফর বয়েস, লা মার্টিনিয়ার ফর গার্লস, প্র্যাট মেমোরিয়াল, স্কটিশ চার্চ কলিজিয়েট, সেন্ট পলস, সেন্ট থমাস, সেন্ট জেমসের মতো স্কুলগুলি৷ তবে সিবিএসসি বা আইসিএসসি স্কুলগুলিকে কোনও নির্দশ আসেনি৷ ফলে অনেক বেসরকারি স্কুলেই ছুটি চলছে৷ তবে পড়ুয়াদের কথা ভেবে ও অভিভাবকদের একটা বড় অংশের দাবি মেনে স্রোতের বিপরীতে হেঁটে এই সিদ্ধান্ত নিল সিএনআই৷ সোমবার থেকে সশরীরে ক্লাস করবে পড়ুয়ারা৷
চার্চ অফ নর্থ ইন্ডিয়া (সিএনআই)-এর তরফে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেই নির্দেশ স্কুলগুলির কাছে পৌঁছেও দেওয়া হয়েছে৷ সিএনআই-এর অধীনে যে সকল ইংরেজি ও বাংলা মাধ্যমের স্কুল রয়েছে সেগুলি খুলে দেওয়া হচ্ছে৷ কলকাতার বিশপ (সিএনআই) পরিতোষ ক্যানিং জানিয়েছেন, গত দুই আড়াই বছর ধরে পড়ুয়ারা বঞ্চিত হয়েছে৷ ওদের আর বঞ্চিত করা উচিত নয়৷ এখন আবহাওয়াও অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে৷ বাচ্চার স্কুলে আসুক৷ শিক্ষা শুধু আজকের জন্য নয়৷ আমরা আগামী দিনের ভারত গড়ছি৷ এর মধ্যে আবহাওয়ার পরিবর্তন হলে ফেল স্কুল বন্ধ করার কথা ভাবা হবে৷
লা মার্টিনিয়ার স্কুলের সচিব সুপ্রিয় ধর বলেন, সরকারি স্কুলের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল৷ সিবিএসই বা আইসিএসই-এর তরফে কোনও নির্দেশ আসেনি৷ তবুও আবহাওয়া বিচার করে আমরাও ছুটি দিয়েছিলাম৷ তবে এখন আবহাওয়া অনেক ভালো হয়ে গিয়েছে৷ তাই স্কুল খোলা হচ্ছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″ height=”315″ frameborder=”0″>