পড়ুয়াদের জন্য পৃথক টিভি চ্যানেল, স্টাডি সেন্টারের ব্যবস্থা করল রাজ্য

পড়ুয়াদের জন্য পৃথক টিভি চ্যানেল, স্টাডি সেন্টারের ব্যবস্থা করল রাজ্য

তিরুবনন্তপুরম: করোনা প্যানডেমিক এবং লকডাউন পরিস্থিতিকে বেশ সুকৌশলেই সামাল দিচ্ছে কেরল৷ রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়েও অভিনব উদ্যোগ নিল এই দক্ষিণী রাজ্য৷ 

লকডাউন পরিস্থিতিতে পঠনপাঠন চালিয়ে যেতে ইন্টারনেটের হাত ধরে শুরু হয়েছে অনলাইন স্কুল৷ কিন্তু যাদের কাছে ইন্টারনেট এবং স্মার্টফোন নেই, কী ভাবে পড়াশোনা চালিয়ে যাবে তারা? ইন্টারনেট বা স্মার্টফোন না থাকা পড়ুয়ারাও যাতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই উদ্যোগই নিল কেরল সরকার৷ 

পিটিআই সূত্রে খবর, ‘First Bell’ নামে একটি অনলাইন সেসন শুরু করেছে রাজ্যের শিক্ষা বিভাগ৷ এই সুবিধা  শুধু অনলাইনেই মিলবে না৷ এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে VICTERS টিভি চ্যানেলেও৷ ছুটির দিন বাদে সপ্তাহের প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রথম শ্রণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান৷ কেবল নেটওয়ার্কে বিনামূল্যেই পাওয়া যাবে এই টিভি চ্যানেল৷

 

রাজ্যের সরকারি স্কুলগুলির পড়ুয়াদের উপর একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ২.৬ লক্ষ ছাত্রছাত্রী অনলাইন ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত৷ এমনকী বহু পড়ুয়ার বাড়িতে টিভি সেটও নেই৷ এই সকল শিক্ষার্থীদের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে স্টাডি সেন্টার গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷    

তিনি আরও জানান, এই সকল স্টাডি সেন্টারে থাকবে টিভি সেট৷ যার খরচের উপর ভর্তুকি দেবে সরকার৷ ক্লাসরুমের ধাচেই গড়ে তোলা হবে এই সকল স্টাডি সেন্টারগুলিকে৷ সেখানে পড়ুয়াদের সোশ্যাল ডিস্টেনসিং মেনে বসানো হবে৷ টিভিতে দেখানো হবে VICTERS চ্যানেল৷ 

এই বিষয়ে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন  কে. জীবন বাবু বলেন, ‘‘ছাত্রছাত্রীদের কাছে টেলিভিশন, স্মার্ট ফোন বা কম্পিউটারের সুবিধা রয়েছে কিনা, তা দেখার দায়িত্ব আমরা ক্লাস টিচার, স্কুলের প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের হাতেই দেওয়া হয়েছে৷ এই সকল সুবিধা না থাকলে পড়ুয়াদের জন্য বিকল্প ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে৷’’ 

প্রতিটি ক্লাসের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে কেরল ইনফ্রাসট্রাকচার অ্যান্ড টেকনোলজি এডুকেশন (কেআইটিই)৷ সোম থেকে শুক্র সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে ক্লাস৷ তবে একাদশ শ্রেণির কোনও ক্লাস থাকছে না টিভি চ্যানেলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + two =