উচ্চ মাধ্যমিকে উত্তরপত্র রিভিউ ও স্ক্রুটিনির খরচ কমাল সংসদ

উচ্চ মাধ্যমিকে উত্তরপত্র রিভিউ ও স্ক্রুটিনির খরচ কমাল সংসদ

854d7598d2aab5c67b950d5de66ecd19

কলকাতা:  চলতি বছর ব্যতিক্রমী উচ্চমাধ্যমিক। উচ্চমাধ্যমিকে তিনদিনের পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে করোনা সঙ্কটের জেরে। চলতি বছর  উচ্চমাধ্যমিকে পাশের হার রেকর্ড পরিমাণ। ৯০.১৩ শতাংশ উচ্চমাধ্যমিকে পাশ করেছে। এছাড়া উচ্চমাধ্যমিকের  স্কুটিনি ও রিভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইনে স্কুটিনির জন্য বা রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। তবে আগের বারের থেকে এবারে স্কুটিনি বা রিভিউয়ের জন্য টাকার অঙ্কের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে স্কুটিনির জন্য আগে ৬০ টাকা লাগত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে পর্ষদ তা কমিয়ে ৫০ টাকা করেছে। অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে এই টাকা দেওয়া যাবে বলে জানা গিয়েছে। ৩১ অগস্ট পর্যন্ত স্কুটিনি বা রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। আজ রাত থেকে এই আবেদন করা যাবে বলে পর্ষদের থেকে জানানো হয়েছে।  চলতি বছর ছাত্রীর সংখ্যা ছাত্রদের থেকে বেশি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জেরে উচ্চমাধ্যমিকে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি বলে পর্ষদের তরফে মহুয়া দাস মনে করছেন।

চলচি বছর ১২ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহের জন্য এই পরীক্ষা ২১ মার্চ পর্যন্ত হয়।  তিন দিনের পরীক্ষা বাতিল হয়ে যায়। উচ্চমাধ্যমিকে মোট ১৪টি বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি পর্ষদের তরফে জানানো হয়েছে, ৩৭টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। লকডাউন ও উত্তরপত্র সংগ্রহ করার বিষয়ে একাধিক সমস্যার মুখে পড়তে হয়েছিল। তারপরেও  উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। কোনও রেজাল্ট অসম্পূর্ণ নেই বলে মধ্য শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *