কলকাতা: এবার বেসরকারি স্কুলের ছাত্রীদের জন্য কন্যাশ্রী দেওয়ার নির্দেশিকা রাজ্যের৷ জেলায় জেলায় পাঠানো হয়েছে রাজ্য সরকারের নর্দেশিকা৷ কন্যাশ্রী প্রাপক ছাত্রীদের পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা আগেই তুলে দিয়েছে রাজ্য৷ এবার রাজ্যের সমস্ত সরকারি-বেসকারি ছাত্রীকেই এই প্রকল্পের আওতায় হচ্ছে৷ অষ্টম থেকে কলেজ পর্যন্ত পড়ুয়ারা কন্যাশ্রী প্রকল্পের সুবিধা দেবে রাজ্য৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই রাষ্ট্রসঙ্ঘে পুরস্কৃতও দেওয়া হয়েছে৷ এর আগে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে ছাত্রীর পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকার নীচে থাকতে হতো৷ কিন্তু, নতুন নিয়মে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা কিছু থাকছে না৷ অর্থাৎ সকল ছাত্রী কন্যাশ্রীর আওতায় চলে এসেছে৷ নয়া নির্দেশিকায় এবার সরকারি স্কুলের পাশাপাশি এবার বেসরকারি স্কুলকেও কন্যাশ্রীর আওতায় আনা হচ্ছে৷
প্রশাসন সূত্রে খবর, বেসরকারি স্কুলের ছাত্রীদের অনলাইনে আবেদন করতে হবে৷ এরপর জেলা প্রশাসন থেকে বেসরকারি স্কুলের নাম পাঠানো হবে রাজ্য সরকারের কাছে৷ রাজ্য সরকার ওই বেসরকারি স্কুলের নাম কন্যাশ্রী প্রকল্পের জন্য অনুমোদন দিলে একটি রেজিস্ট্রেশন করতে হবে ওই স্কুলকে৷ এরপর ওই বেসরকারি স্কুলের সকল ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আওতায় আসবে৷