Aajbikel

পরীক্ষার ২৬ দিনের মাথায় ফল প্রকাশ, জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল

 | 
পরীক্ষা

কলকাতা: গত ৩০ এপ্রিল হয়েছিল এই বছরের জয়েন্ট পরীক্ষা। তার ২৬ দিনের মাথায় ফল প্রকাশ হল। জানা গিয়েছে, এই পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আফতার। তিনি ডিপিএস রুবি পার্কের ছাত্র। দ্বিতীয় হয়েছেন সোহম দাস, তিনিও ডিপিএস-এর ছাত্র। এদিকে তৃতীয় হয়েছেন সারা মুখোপাধ্যায়। তিনি বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের পড়ুয়া। চতুর্থ হয়েছেন সৌহার্দ্য দণ্ডপত। তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। 

চলতি বছর জয়েন্ট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ২৬ হাজার ৯১৬। পরীক্ষায় বসেছিল ৯৭ হাজার ৯২৪ জন। সফল হয়েছে ৯৬ হাজার ৯১৩ জন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা এদিন ফল প্রকাশ করে সাংবাদিক বৈঠক করেন। জানান হয়েছে, পড়ুয়াদের সুবিধার জন্য কাউন্সেলিং প্রক্রিয়ার সরলীকরণ করা হয়েছে। সে জন্য প্রকাশ করা হয়েছে পুস্তিকাও। এছাড়া এও বলা হয়েছে, বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইটে মিলবে র‍্যাঙ্ক কার্ড। 

বোর্ড আরও জানিয়েছে, এই বছর সফল পড়ুয়াদের মধ্যে ৫১ হাজারের বেশি উচ্চ মাধ্যমিক বোর্ডের। আইএসসি পরীক্ষার্থী প্রায় ২ হাজার জন। সিবিএসই পরীক্ষার্থী ২৮ হাজারের ওপর।  আর সফলদের মধ্যে ৫০ শতাংশের বেশি উচ্চ মাধ্যমিক বোর্ডের। 

Around The Web

Trending News

You May like