বাংলায় হোক জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র, কেন্দ্রকে চিঠি শিক্ষামন্ত্রীর

কলকাতা: মুখ্যমন্ত্রীর টুইটারে বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বোর্ডকে চিঠি পাঠালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ জয়েন্ট পরীক্ষায় বাংলা ভাষায় প্রশ্নপত্র দাবিতে কেন্দ্রীয় মানব উন্নয়নমন্ত্রকেও পাঠানো হয়েছে চিঠির প্রতিলিপি৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চিঠিতে উল্লেখ করেছেন, আঞ্চলিক ভাষার মর্যাদা দিয়ে বাংলায় জয়েন্ট পরীক্ষার প্রশ্নপত্র করা হোক৷ যেহেতু রাজ্যের অধিকাংশ পড়ুয়া বাংলা ভাষায় পরীক্ষা দেন, ফলে

বাংলায় হোক জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র, কেন্দ্রকে চিঠি শিক্ষামন্ত্রীর

কলকাতা: মুখ্যমন্ত্রীর টুইটারে বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বোর্ডকে চিঠি পাঠালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ জয়েন্ট পরীক্ষায় বাংলা ভাষায় প্রশ্নপত্র দাবিতে কেন্দ্রীয় মানব উন্নয়নমন্ত্রকেও পাঠানো হয়েছে চিঠির প্রতিলিপি৷

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চিঠিতে উল্লেখ করেছেন, আঞ্চলিক ভাষার মর্যাদা দিয়ে বাংলায় জয়েন্ট পরীক্ষার প্রশ্নপত্র করা হোক৷ যেহেতু রাজ্যের অধিকাংশ পড়ুয়া বাংলা ভাষায় পরীক্ষা দেন, ফলে তাঁদের বিষয়টি বিবেচনা করে যাতে প্রশ্নপত্র বাংলায় করা হয়, সেদিকে যেন গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়ে কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষামন্ত্রী৷

গুজরাটি ভাষা মান্যতা পেলে কেন পাবে না বাংলা? ইংরেজি, হিন্দি, গুজরাটি পাশাপাশি বাংলায় হোক জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র৷ কেন্দ্রের বিরুদ্ধে ভাষা বৈষম্যের অভিযোগ তুলে ফেল কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোরাধ্যায়৷ সভা-সমিতি নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বাংলা ভাষার পক্ষে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷

জানা গিয়েছে, এবার সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে ইংরেজি, হিন্দির পাশাপাশি গুজরাতি ভাষায় প্রশ্নপত্র করা হবে বলে নেওয়া হয়েছে সিদ্ধান্ত৷ কিন্তু, ইংরেজি, হিন্দি ভাষায় প্রশ্নপত্র করা রীতি ভেঙে হঠাৎ কেন গুজরাটি ভাষাকে দেওয়া হচ্ছে প্রাধান্য? গুজরাটি ভাষাকে সুবিধা দেওয়া হলে কেন বাংলা-সহ অন্য ভাষাগুলি প্রাধান্য পাবে না? ২০২০ সালের জয়েন্ট এন্ট্রান্সের মেইন পরীক্ষায় দেশের সমস্ত আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র করার দাবিও জানানো হয়েছে৷ মঙ্গলবার অভিষেকের পর বুধবার একই বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘ভারত বহু ভাষার দেশ৷ কেন্দ্র সরকারের উচিত সব ধর্ম-ভাষাকে সম্মান জানানো৷ ইংরেজি, হিন্দির পর সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় গুজরাটি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এই পদক্ষেপ কখনই তা সঠিক নয়৷ আমি গুজরাটি ভাষাকে সম্মান করি৷ কিন্তু, অন্য আঞ্চলিক ভাষাগুলিকে উপেক্ষা করার পদক্ষেপ মেনে নেওয়া যায় না৷ গুজরাটি থাকলে, বাংলাকেও রাখতে হবে৷ অন্য ভাষাকেও দিতে হবে সমান সুযোগ৷

জয়েন্ট এন্ট্রান্সের গুজরাটি ভাষাকে গুরুত্ব দেওয়ার জেরে বাংলার পাশাপাশি দক্ষিণ ভারতেও প্রবল ক্ষোভ জমতে শুরু করেছে৷ ইংরেজি, হিন্দির পর গুজরাটি ভাষায় প্রশ্নপত্র করার পিছনে রাজনৈতিককারণ দেখছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা, ঘটনাচক্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’জনে গুজরাটি৷ ফলে, তাঁদের তুষ্ট করতেই কি এই সিদ্ধান্ত উঠছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 17 =