Aajbikel

২০২৪ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স কবে? হল দিন ঘোষণা

 | 
পরীক্ষা

কলকাতা: চলচি বছর অর্থাৎ ২০২৩ সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। আগামী বছর মোটামুটি একই সময়ে হতে চলেছে এই পরীক্ষা। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এমনটা জানিয়েছে বোর্ড। তারিখ ঘোষণার পাশাপাশি বিস্তারিত আরও কিছু তথ্য জানার জন্য বোর্ডের ওয়েবসাইটেও নজর রাখতে হবে। বোর্ড ঘোষণা করেছে, ২০২৪ সালে এইই পরীক্ষা হবে ২৮ এপ্রিল। 

দেখতে গেলে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। শুধু উচ্চ মাধ্যমিক নয়, ISC এবং CBSE দ্বাদশের পরীক্ষাও আগে হয়ে যায়। আগামী বছরও সেটাই হতে চলেছে। বোর্ডের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, WBJEE-২০২৪ আগামী ২৮ এপ্রিল, রবিবার অনুষ্ঠিত হবে। বিশদ বিবরণের জন্য বোর্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নজর রাখুন। বোর্ডের ওয়েবসাইটগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in। 

অন্যদিকে, WBCS প্রিলিমসেরও তারিখ ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন। আগামী ১৬ ডিসেম্বর, শনিবার এই পরীক্ষা নেবে তারা। পরীক্ষার্থীদের দেওয়া হবে ই-অ্যাডমিট  কার্ড। কমিশনের সংশ্লিষ্ট ওয়েবসাইটে তা আপলোড করে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা জানতে চোখ রাখতে হবে কমিশনের wbpsc.gov.in ওয়েবসাইটে।   

Around The Web

Trending News

You May like