ছাত্র বিক্ষোভে ফের উত্তাল JNU, ভাঙল ব্যারিকেড

নয়াদিল্লি: ফের ছাত্র আন্দোলনে উত্তাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়৷ লাগামছাড়া ফি বৃদ্ধির প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়ে কার্যত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জেএনইউ পড়ুয়াদের৷ আজ সোমবার সকাল থেকে দফায় দফায় উত্তাল হয়ে উঠেছে জেএনইউ ক্যাম্পাস৷ অন্তত ৪০ শতাংশ ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ কেন একলপ্তে ৪০ শতাংশ ফি বৃদ্ধি করা হল, তার

ছাত্র বিক্ষোভে ফের উত্তাল JNU, ভাঙল ব্যারিকেড

নয়াদিল্লি: ফের ছাত্র আন্দোলনে উত্তাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়৷ লাগামছাড়া ফি বৃদ্ধির প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়ে কার্যত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জেএনইউ পড়ুয়াদের৷ আজ সোমবার সকাল থেকে দফায় দফায় উত্তাল হয়ে উঠেছে জেএনইউ ক্যাম্পাস৷

অন্তত ৪০ শতাংশ ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ কেন একলপ্তে ৪০ শতাংশ ফি বৃদ্ধি করা হল, তার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা৷ গত ১৫ দিন ধরে চলছে পড়ুয়াদের আন্দোলন৷ কিন্তু, ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে আন্দোলন করেও কমেনি ভর্তি ফি৷ আজ কার্যত বাধ্য হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷

পাল্টা শক্তি প্রয়োগ করে পুলিশ৷ পুলিশের সঙ্গে শুরু হয় পুলিশের খণ্ডযুদ্ধ৷ ধাক্কাধাক্কি চলতে থাকে৷ ছাত্র আন্দোলনের প্রতিবাদের জেরে ভাঙে ব্যারিকেড৷ গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন ক্ষুব্ধ পড়ুয়াকে৷ আর তাতেই বাড়ে ছাত্র বিক্ষোভ৷ চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়৷ পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়ে অতিরিক্তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 13 =