নয়াদিল্লি: ফের ছাত্র আন্দোলনে উত্তাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়৷ লাগামছাড়া ফি বৃদ্ধির প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়ে কার্যত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জেএনইউ পড়ুয়াদের৷ আজ সোমবার সকাল থেকে দফায় দফায় উত্তাল হয়ে উঠেছে জেএনইউ ক্যাম্পাস৷
অন্তত ৪০ শতাংশ ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ কেন একলপ্তে ৪০ শতাংশ ফি বৃদ্ধি করা হল, তার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা৷ গত ১৫ দিন ধরে চলছে পড়ুয়াদের আন্দোলন৷ কিন্তু, ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে আন্দোলন করেও কমেনি ভর্তি ফি৷ আজ কার্যত বাধ্য হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷
Delhi: Students of JNU continue to protest over different issues including fee hike. Rent for student single room hiked from Rs 10 to Rs 300, rent for student double room hiked from Rs 20 to Rs 600, one-time refundable mess security deposit hiked from Rs 5,500 to Rs 12,000. pic.twitter.com/xFliGWxPPy
— ANI (@ANI) November 11, 2019
Delhi: The protest organised by Jawaharlal Nehru Students’ Union (JNUSU) over different issues including fee hike, continues outside the university campus. pic.twitter.com/LChNw40rjn
— ANI (@ANI) November 11, 2019
#WATCH Delhi: A scuffle between the police and protesting students breaks out, as the protest organised by Jawaharlal Nehru Students’ Union (JNUSU) over different issues including fee hike, continues outside the university campus. pic.twitter.com/yOlezY9Rjx
— ANI (@ANI) November 11, 2019
#WATCH Delhi: Women police personnel push back girl students of JNU as the protest by Jawaharlal Nehru Students’ Union (JNUSU), over different issues including fee hike, continues outside the university campus. pic.twitter.com/FahM7wi8VV
— ANI (@ANI) November 11, 2019
পাল্টা শক্তি প্রয়োগ করে পুলিশ৷ পুলিশের সঙ্গে শুরু হয় পুলিশের খণ্ডযুদ্ধ৷ ধাক্কাধাক্কি চলতে থাকে৷ ছাত্র আন্দোলনের প্রতিবাদের জেরে ভাঙে ব্যারিকেড৷ গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন ক্ষুব্ধ পড়ুয়াকে৷ আর তাতেই বাড়ে ছাত্র বিক্ষোভ৷ চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়৷ পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়ে অতিরিক্তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়৷