নয়াদিল্লি: আগামী সেপ্টেম্বরে নির্ধারিত সূচি মেনেই হবে জয়েন্ট এনট্রান্স এগজামিনেশন (জেইই) মেন এবং সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি৷ পুনরায় পরীক্ষা পিছনো হলে তা ‘ছাত্রছাত্রীদের কেরিয়ারের জন্য তা ক্ষতি’ হবে বলেই সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷
আরও পড়ুন- ইংরেজি মাধ্যম ছেড়ে সরকারি স্কুলে বাড়ছে ভর্তির ঝোঁক
করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে সেপ্টেম্বর মাসে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছিল৷ পিটিশনে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই জেইই এবং নিট পরীক্ষা নিতে বলা হোক কেন্দ্রকে৷ ইতিমধ্যে শীর্ষ আদালতে আরও তিনটি পিটিশন জমা পড়ে৷ জেইই এবং নিট পরীক্ষা পুরনায় স্থগিত করা হলে, তাতে পড়ুয়াদের শিক্ষাবর্ষের উপর গভীর প্রভাব পড়বে বলে আবেদন জানান তিন অভিভাবক৷
আরও পড়ুন- জাতীয় শিক্ষানীতি: ৪০টি আপত্তি জানিয়ে পার্থকে ৭৬ পাতার রিপোর্ট কমিটির
১১টি রাজ্যের ১১ জন ছাত্রছাত্রীর হয়ে জেইই ও নিট পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তব৷ তিনি আদালতকে বলেন, কোভিড-১৯ প্যান্ডেমিকে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ লক্ষেরও বেশি মানুষ৷ এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার অর্থ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের জীবন বিপদের মধ্যে ঠেলে দেওয়া৷ ফলে পরীক্ষার জন্য আরও কিছু দিন সময়ের আবেদন জানান তিনি৷ কিন্তু সোমবার তাঁর আবেদন খারিজ করে দেয় বিচারপতি অরুন মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ৷ আদালত সাফ জানিয়ে দেয়, ‘‘শিক্ষার্থীদের কেরিয়ার কখনই ঝুঁকির মধ্যে রাখা যাবে না৷ আরও ১ বছর করোনার দাপট থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি আরও ১ বছর অপেক্ষা করব!’’
আরও পড়ুন- ন্যুনতম হাত ধোয়ার পরিকাঠামো নেই ৪৩% স্কুলে, বলছে UNICEF
প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে অফলাইন জেইই (মেন) এবং সেপ্টেম্বর, ২০২০ অফলাইনে নিট পরীক্ষার দিন ধার্য করা হয়েছে৷ জেইই ও নিট ছাড়াও স্নাতকের পরীক্ষা নিয়েও সমস্যা চলছে৷