JEE, NEET স্থগিতের দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় পড়ুয়াদের

JEE, NEET স্থগিতের দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় পড়ুয়াদের

নয়াদিল্লি:  কলেজে ফাইনাল পরীক্ষা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির মাঝেই দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হল #PostponeJEE_NEETS৷ ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালের পরীক্ষা স্থগিত করার দাবিতে সোচ্চার হলেন পরীক্ষার্থীরা৷ সংশোধিত সূচি অনুযায়ী, ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এনট্রান্স এগজাম মেন (জেইই মেন) পরীক্ষা হবে ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে৷ অন্যদিকে,  ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (নিট) হবে ১৩ সেপ্টেম্বর৷ 

জেইই এবং নিট পরীক্ষা প্রাথমিক ভাবে এপ্রিলে হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে তা পিছিয়ে জুলাইয়ে হবে বলে জানিয়েছিল কেন্দ্র। কিন্তু আনলক শুরু হতেই দেশে বিদ্যুৎগতিতে বাড়তে শুরু করে সংক্রমণ৷ ফলে ফের পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বরে করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)৷ কিন্তু এবার দেশজুড়ে জেইই এবং নিট পরীক্ষা স্থগিতের দাবিতে সোচ্চার হলেন পরীক্ষার্থীরা৷ দেশের প্রতি প্রান্তে ক্রমশ জোড়াল হচ্ছে সেই দাবি৷ 

এদিকে শুক্রবার কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ ১০ অগাস্টের মধ্যে কেন্দ্রকে তার মতামত জানাতে হবে৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরই ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারির পরীক্ষার্থীরা জেইই এবং নিট স্থগিত করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ শুরু করে৷ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ)-এর জাতীয় সাধারণ সম্পাদক সন্দীপ সৌরভ বলেন, ‘‘কোভিড-১৯ সংক্রমণের মধ্যে যে কোনও ধরনের পরীক্ষাই বিপজ্জনক৷ আমরা শিক্ষায় বৈষম্যমূলক পদ্ধতিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করি৷’’ 

কেন্দ্রীয় মানব সম্পদ উন্ননমন্ত্রী রমেশ পোখারিয়াল নিশাঙ্কও এর আগে একাধিকবার বলেছিলেন, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য এবং তাঁদের সুরক্ষাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে৷ এর পরেও কেন করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরা৷ এদিন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই)-র জাতীয় সাধারণ সম্পাদক অনুলেখা বোসা বলেন, ‘‘ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে গিয়েছে৷ প্যান্ডেমিকে দাঁড়ি টানার বদলে পরীক্ষা নিতে চাইছে সরকার৷ ছাত্রছাত্রীদের সুরক্ষায় প্রশ্ন চিহ্ন না তুলে তাদের স্বার্থে কাজ করা শুরু করুন৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =