JEE MAINS 2020: জয়েন্ট এন্ট্রান্সে আবেদনের শেষ সুযোগ, দ্রুত করুন আবেদন

JEE MAINS 2020: জয়েন্ট এন্ট্রান্সে আবেদনের শেষ সুযোগ, দ্রুত করুন আবেদন

নয়াদিল্লি:  সারা দেশে জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (জেইই) মেইন ২০২০ পরীক্ষার অনলাইন আবেদনের সময় শেষ হচ্ছে ৬ মার্চ৷ যাঁরা এখনও আবেদন করেননি তাঁদের হাতে রয়েছে আর মাত্র তিনদিন৷ গত ৭ ফেব্রুয়ারি জেইই মেইন পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)৷

যে সকল প্রার্থী জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় বসতে আগ্রহী, আগামী শুক্রবারের মধ্যে তাঁদের আবেদন সেরে ফেলতে হবে৷ অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন  jeemain.nta.nic.in ওয়েবসাইটে৷ ৬ মার্চের পর কোনও আবেদন গ্রহন করা হবে না৷ তবে ৭ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে পরীক্ষার ফি৷

আবেদনের জন্য কী কী প্রয়োজন-
১.নির্ধারিত ফর্ম্যাটে আবেদনকারী সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে৷
২.ছবি আপলোড করতে হবে৷
৩. ডিজিটাল স্বাক্ষর লাগবে৷
৪. আবেদনের খরচ জমা৷
৫.সবশেষে আবেদনপত্রের একটি প্রিন্টআউট সংগ্রহ করুন৷

আগামী এপ্রিল মাসে জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন ২০২০ মেইন পরীক্ষা শুরু হবে৷ ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত পরীক্ষার সময়সূচি স্থির করা হয়েছে৷ পরীক্ষা হবে অনলাইনে৷ ২৩৩টি শহরে পরীক্ষার সেন্টার রয়েছে৷ ২০২০জানুয়ারি পরীক্ষায় নাম অন্তর্ভূক্ত করেছেন ৯২১২৬১ জন প্রার্থী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − fifteen =