JEE ও NEET পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহের দিন ঘোষণা

JEE ও NEET পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহের দিন ঘোষণা

নয়াদিল্লি: পরীক্ষার দিনক্ষণ আগেই ঘোষণা হয়েছিল৷ এবার JEE Main ও NEET পরীক্ষার অ্যাডমিট কার্ড বিলির দিনক্ষণ প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA৷ একই সঙ্গে দু’টি পরীক্ষার পরিবর্তী সূচিও প্রকাশ করা হয়েছে৷

ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-এর তপফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, চলতি বছরের NEET পরীক্ষার ১৫ দিন আগে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে৷ আগামী ২৬ জুলাই দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত NEET পরীক্ষা দেওয়া হবে গোটা দেশেজুড়ে৷ আগামী ১১ জুলাই থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন৷

অন্যদিকে, JEE মেন পরীক্ষা হবে আগামী ১৮ জুলাই৷ চলবে ২৩ জুলাই পর্যন্ত৷ দু’টি পর্বে পরীক্ষা নেওয়া হবে৷ একটি হবে সকাল দ্বিতীয় সেশনের পরীক্ষা বিকালে৷ সকাল ৯টা-১২টা ও বিকেলের ৩টে-৬টা পর্যন্তদু’সেশনের পরীক্ষা নেওয়া হবে৷ জুলাইয়ের প্রথম সপ্তাহে  JEE মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পাবেন পরীক্ষার্থীরা৷

শিক্ষা সংক্রান্ত খবর জানতে নজর থাকুক AajBikel.com-এর পাতায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *