শুধু জলচক থেকেই উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় ২১ পড়ুয়া, সাফল্যের রহস্য কী? জানালেন প্রধান শিক্ষক

শুধু জলচক থেকেই উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় ২১ পড়ুয়া, সাফল্যের রহস্য কী? জানালেন প্রধান শিক্ষক

0d1ed0b2348fdb566587618591178e82

মেদিনীপুর: উচ্চমাধ্যমিকের ফলে রীতিমতো চমক দিল জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন৷ মেধা তালিকায় স্থান পেল  স্কুলের একঝাঁক পড়ুয়া৷ এই কৃতিত্বের রহস্য কী? স্কুলের প্রধান শিক্ষকের কথায়, উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রদের পৃথকভাবে প্রস্তুত করা হয়েছে৷ এটাই সাফল্যের অন্যতম চাবিকাঠি৷ 

আরও পড়ুন- UPSC পাশ করাই এখন লক্ষ্য উচ্চমাধ্যমিকে অষ্টম সমাদৃতার

প্রধান শিক্ষক জানান, ‘‘উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলের শিক্ষকেরা আলাদাভাবে ছাত্রদের তৈরি করেছে৷ তাঁদের বিশেষ ক্লাস নেওয়া হয়েছে। বিজ্ঞান বিভাগের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।” শিক্ষকদের এই সহযোগিতা ও তত্ত্বাবধানের জন্যেই জলচক নটেশ্বরী বিদ্যায়তনের একঝাঁক ছাত্র আজ উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়েছে৷ 

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও জেলায় জয়জয়কার৷ এগিয়ে রয়েছে মেদিনীপুর৷ তবে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ফল সকলকে চমকে দিয়েছে৷ উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন এই স্কুলের ছাত্র সায়নদীপ সামন্ত৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭৷ তৃতীয় হয়েছেন পরিচয় পারি (৪৯৬)৷ এছাড়াও ৪৯৬ নম্বর পেয়ে যৌথভাবে চতুর্থ হয়েছেন জলচকের সৌমদ্বীপ মণ্ডল, কিংশুক রায় ও প্রীতম মিদ্দা৷ তাঁদের সকলেরই প্রাপ্ত নম্বর ৪৯৫৷ 

মেধা তালিকাটা কিন্তু বেশ দীর্ঘ৷ ৪৯৩ নম্বর পেয়ে যৌথভাবে ষষ্ঠ হয়েছেন এই স্কুলের দুই ছাত্র। ৪৯২ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছেন পিঙ্কি খাতুন, শান্তনু পাল এবং প্রান্তিক মণ্ডল৷ এছাড়াও ৪৯১ নম্বর পেয়ে অষ্টম স্থানের যৌথ ভাবে জায়গা করে নিয়েছেন জলচকের শর্মিষ্ঠা ঘোড়াই, শেখ রাহুল হোসেন, সৌম্যদীপ সামন্ত, অঙ্কন সাহু, সাহেব দাস অধিকারী ও  সৈকত রায়। ৪৯০ পেয়ে নবম স্থানে রয়েছেন শতস্মিত মহাপাত্র ও অমিয় শাসমল। আর ৪৮৯ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের শৈলেশ জানা, পবিত্র বেরা, আকাশ ঘোষ এবং শুভজিৎ শাসমল।

অর্থাৎ সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুরের এই স্কুল থেকে মেধা তালিকায় স্থান পেয়েছেন মোট ২১ জন কৃতি ছাত্রছাত্রী৷ উচ্চমাধ্যমিকের এই ফলে স্বভাবতই উচ্ছ্বাস জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের শিক্ষক-শিক্ষিতা থেকে পড়ুয়া৷