কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি প্রক্রিয়ায় বড়সড় ঘোষণা কর্তৃপক্ষের৷ ইঞ্জিনিয়ারিংয়ে রাজ্যের পড়ুয়াদের সংরক্ষণে ছাত্রপত্র উচ্চ শিক্ষা দপ্তরের৷ বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে এই ছাত্রপত্র দেওয়া হয়েছে বলে খবর৷
এর ফলে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় থেকেই এই নয়া নিয়ম কার্যকর হবে৷ ৯০:১০ অনুপাতে ছাত্র ভর্তি নেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷ জানা গিয়েছে, ৯০ শতাংশ আসন রাজ্যের পড়ুয়াদের জন্য সংরক্ষিত থাকবে৷ বাকি ১০ শতাংশ থাকবে ভিন রাজ্যের পড়ুয়ারা সুযোগ পাবেন৷
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের তরফে অনুমতি চাওয়া হয়েছিল৷ শিক্ষা দপ্তর সেই অনুমতি দিয়েছে৷ এবারের ভর্তি প্রক্রিয়া থেকেই এই নিয়ম চালু হবে বলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে৷