কলকাতা: এতদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও পুরুষ নিরাপত্তারক্ষী ছিল না৷ এবার ক্যাম্পাসে মহিলা রক্ষী নিয়োগ করার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করল কর্তৃপক্ষ। এ নিয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। শীঘ্রই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের একাংশের মতে, ক্যাম্পাসে সন্ধ্যার পর যে রকম পরিবেশ তৈরি হয়, তাতে পুরুষদের পাশাপাশি মহিলা নিরাপত্তারক্ষীদেরও থাকা দরকার। প্রকাশ্যে মদ্যপান কিংবা নানা রকম মাদক সেবন করতে গিয়ে ছাত্রীরা ধরা পড়েন। কিন্তু পুরুষ রক্ষীরা তেমন কিছু বলতে পারেন না। কারণ অনেক সময় সেইসব ছাত্রী হুমকি দিয়ে পার পেয়ে যান। এক রক্ষীর কথায়, এমন বেশ কিছু ঘটনায় আমরা দেখেও কিছু করতে পারিনি। কারণ, এর আগে কয়েকজন ছাত্রী শ্লীলতাহানির কেসে আমাদের ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। তাহলে কেন ঝুঁকি নিয়ে আমরা তাঁদের আটকাব? এ জন্যই মহিলা রক্ষীর দরকার। আগামী ২৪ এবং ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তারা নিজেদের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় বসবেন। তারপর ২৮ তারিখ সমস্ত পক্ষের সঙ্গে বৈঠক করবে কর্তৃপক্ষ।