CBSE-তে রেকর্ড গড়ল ছাত্রীরাই

নয়াদিল্লি: সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলপ্রকাশ হল বৃহস্পতিবার। প্রথম, দ্বিতীয়, তৃতীয়— সর্বত্র মেয়েদেরই জয়জয়কার। এবছর সাফল্যের নিরিখে ছাত্রদের ছাপিয়ে গিয়েছেন ছাত্রীরা। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন হংসিকা শুক্ল ও করিশ্মা আরোরা। ৪৯৮ পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ঋষিকেশের গৌরাঙ্গি চাওলা এবং রায়বেরিলির ঐশ্বর্য্য এবং জিন্দের ভাব্য। কোনওমতে তৃতীয় স্থানে

CBSE-তে রেকর্ড গড়ল ছাত্রীরাই

নয়াদিল্লি: সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলপ্রকাশ হল বৃহস্পতিবার। প্রথম, দ্বিতীয়, তৃতীয়— সর্বত্র মেয়েদেরই জয়জয়কার। এবছর সাফল্যের নিরিখে ছাত্রদের ছাপিয়ে গিয়েছেন ছাত্রীরা। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন হংসিকা শুক্ল ও করিশ্মা আরোরা।

৪৯৮ পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ঋষিকেশের গৌরাঙ্গি চাওলা এবং রায়বেরিলির ঐশ্বর্য্য এবং জিন্দের ভাব্য। কোনওমতে তৃতীয় স্থানে পৌঁছতে পারা একমাত্র ছাত্র হলেন নীরজ জিন্দল। সেখানেও মেহেক তলওয়ার সহ মোট ১৮ জন পড়ুয়া নীরজের মতোই তৃতীয় স্থান অধিকার করেছেন। কলকাতায় সম্ভাব্য প্রথম হয়েছেন সাউথ পয়েন্ট স্কুলের দেবাঞ্জন দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৯৮.৩ শতাংশ।

এবার নির্ধারিত সূচির আগেই ফলপ্রকাশ করল বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের এক শীর্ষকর্তা জানান, এবছর ছাত্রীদের পাশের হার ৮৮.৭০ শতাংশে দাঁড়িয়েছে। যা গত বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। সেখানে ছাত্রদের পাশের ৭৯.৪০ শতাংশ। অন্যদিকে, রূপান্তরকামী পরীক্ষার্থীদের মধ্যে এবার পাশের হার দাঁড়িয়েছে ৮৩.৩ শতাংশে। পাশের হারের নিরিখে বোর্ডের তিরুবনন্তপুরম অঞ্চল সবার আগে রয়েছে। ওই রিজিয়নে পাশের হার ৯৮.২০ শতাংশ। তালিকায় এর পরে রয়েছে যথাক্রমে চেন্নাই (৯২.৯৩ শতাংশ) এবং দিল্লি (৯১.৮৭ শতাংশ)। গত বছর দিল্লিতে পাশের হার ছিল ৮৯ শতাংশ। সিবিএসই বোর্ড অনুমোদিত বিদেশি স্কুলগুলিও গতবারের তুলনায় পাশের হারে উন্নতি করেছে। গত বছর ৯৪.৫৪ শতাংশ থেকে এবছর বেড়ে ৯৫.৪৩ শতাংশ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + fourteen =