মহাকাশ গবেষণার স্কুল পড়ুয়াদের সুযোগ দিচ্ছে ISRO, শুরু প্রতিযোগিতা

মহাকাশ গবেষণার স্কুল পড়ুয়াদের সুযোগ দিচ্ছে ISRO, শুরু প্রতিযোগিতা

নয়াদিল্লি:  দেশের খুদে ও যুবা প্রতিভাদের জন্য ‘ইসরো সাইবারস্পেস প্রতিযোগিতা-২০২০’র আয়োজন করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)৷ ছাত্রদের মধ্যে মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তির জ্ঞান বাড়ানোর লক্ষ্যেই এই অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ অফিসিয়াল ওয়েবসাইট  isro.gov.in. এ এই প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে৷  

একটি বিজ্ঞপ্তিতে ইসরোর তরফে বলা হয়েছে, ‘‘বর্তমান পরিস্থিতিতে মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কিত যাবতীয় অনুষ্ঠান বন্ধ রয়েছে৷ এই সময় সাইবারস্পেস ভিত্তিক এই প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে ধারণা এবং এর সীমাহীন রহস্য অন্বেষণে উদ্বুদ্ধ করবে৷’’

এই প্রতিযোগিতা হবে অনলাইনে৷ প্রথম শ্রণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে৷ ক্লাস অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ করা হবে তাদের৷ বিভিন্ন বিভাগের জন্য বদলে যাবে প্রতিযোগিতার বিষয়ও৷ ক্লাস অনুযায়ী ছাত্রদের মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে৷ 

১. প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির পড়ুয়াদের জন্য থাকছে ছবি আঁকার প্রতিযোগিতা৷
২. চতুর্থ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য থাকছে মডেল তৈরির প্রতিযোগিতা৷
৩. নবম ও দশম শ্রেনীর পড়ুয়াদের জন্য প্রবন্ধ রচনা। (হিন্দি এবং ইংরেজিতে)৷
৪. একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য প্রবন্ধ রচনার পাশাপাশি থাকছে স্পেস-ক্যুইজ প্রতিযোগিতা (হিন্দি ও ইংরাজিতে)৷ 

কী ভাবে ইসরো স্পেসসাইবার প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে হবে-

* প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট  isro.gov.in এ যেতে হবে৷ 
*  এরপর রেজিস্টারের উপর ক্লিক করুন৷
* সেখানে নাম, বৈধ ই-মেল আইডি এবং ক্যাপচা কোড এন্টার করুন৷
* ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি জেনারেট করুন৷
* সমস্ত নথি খতিয়ে দেখে ফাইনাল সাবমিশন বোতামে ক্লিক করুন৷ 
* রেজিস্টার নম্বরটি লিখে রাখুন৷ পরবর্তী সময়ে এটি প্রয়োজন হতে পারে৷ 

 

এছাড়াও এই বিষয়ে বিস্তারিত বিবরণ পাবেন ইসরোর ওয়েবসাইটে- www.isro.gov.in/ICC-2020 -তে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 14 =